সংসদ ভবনের সামনে বেঙ্কাইয়া নাইডু। নয়াদিল্লিতে পিটিআইয়ের তোলা ছবি।
শেষ দিনেই উপরাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র পেশ করলেন এনডিএ-র প্রার্থী বেঙ্কাইয়া নায়ডু। মঙ্গলবার সকালে সংসদ ভবনে এসে মনোনয়নপত্র জমা দেন তিনি।
সোমবার সন্ধ্যায় বিজেপির পরিষদীয় বোর্ডের বৈঠকে বেঙ্কাইয়ার নাম চূড়ান্ত হয়। ওই রাতেই কেন্দ্রীয় নগরোন্নয়ন এবং তথ্য ও সম্প্রচার দফতরের দায়িত্ব থেকে ইস্তফা দেন তিনি। ইস্তফাপত্র প্রধানমন্ত্রীকে পাঠিয়েও দেন।
আরও পড়ুন
আগেই পৌঁছলেন ভোট দিতে, চনমনে মোদীর আড্ডা বিরোধী বেঞ্চেও
The additional charge of the Ministry of I&B has been given to @smritiirani.
— PMO India (@PMOIndia) July 18, 2017
এ দিন সংসদ ভবনে বেঙ্কাইয়া নাইডুর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, লালকৃষ্ণ আডবাণী-সহ বিজেপি-র সংসদীয় বোর্ডের অন্য সদস্যেরা। আগামী ৫ অগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। বেঙ্কাইয়ার লড়াইটা কার্যত এ বার গোপালকৃষ্ণ গাঁধীর সঙ্গেই হবে। এ দিন দুপুরে মনোনয়নপত্র জমা দিলেন গোপালকৃষ্ণ। ওই দিন সন্ধ্যাতেই ফলঘোষণা করা হবে।
Shri @MVenkaiahNaidu has resigned from his ministerial responsibilities. Additional charge of @Moud_India has been given to Shri @nstomar.
— PMO India (@PMOIndia) July 18, 2017
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বেঙ্কাইয়ার ইস্তফার পর আপাতত নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলাবেন নরেন্দ্র সিংহ তোমর। অন্য দিকে, স্মৃতি ইরানিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে পরিবেশমন্ত্রী অনিল দাভের মৃত্যুর পর এবং গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে মনোহর পর্রীকর দায়িত্ব নেওয়ার পর ওই দুই দফতর ফাঁকা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল অরুণ জেটলিকে। ফলে আগামী মাসে সংসদের বাদল অধিবেশনের শেষ হওয়ার পরই মন্ত্রিসভায় ফের রদবদলের সম্ভাবনা বেড়ে গেল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy