যুবকের ভেসে যাওয়ার দৃশ্য। ভিডিয়ো থেকে নেওয়া।
বৃষ্টি থামার নাম নেই উত্তরাখণ্ডে। সারা বছর যে পাহাড়ি ঝোরাগুলো ঢেকে থাকে আগাছায়, ইদানীং তা-ই যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। তেমনই এক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, প্রবল জলস্রোতের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে ভেসে গেলেন ওই যুবক।
#WATCH | Uttarakhand: A young man washed away due to a strong current in a rainy drain in the Fatehpur area. The person is missing & search operation is underway, but so far nothing has been found: SDM Haldwani Manish Kumar Singh
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 18, 2022
(Source: viral video) pic.twitter.com/QzEzsXqjXf
ওই ভিডিয়োয় যে জলস্রোত দেখা যাচ্ছে, তা একটি পাহাড়ি নালার। প্রবল বেগে বইছে জল। দেখা যাচ্ছে, এক যুবক সেই জলস্রোত পেরিয়ে আসার চেষ্টা করছেন। কিছু ক্ষণ হাঁটার চেষ্টা করতে গিয়ে পড়ে গেলেন তিনি। জলের এমন স্রোত যে ওই যুবককে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নালাটি একটু পরেই অনেকটা নীচে গিয়ে পড়েছে। যুবককে ভাসিয়ে নিয়ে জল ফেলল সেখানে। তার পর অবশ্য যুবকের কী হল তা জানা যায়নি।
হলদোয়ানির এসডিএম মণীশকুমার সিংহ জানিয়েছেন, ফতেহপুর এলাকায় পাহাড়ি নালায় এক যুবক ভেসে যান। তাঁর খোঁজে তল্লাশি চলছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।
এ দিকে বর্ষা যেতে না যেতেই হিমালয়ে বরফ পড়া শুরুর খবর পাওয়া যাচ্ছে। বদ্রীনাথ ও হেমকুণ্ড সাহিবে মরসুমের প্রথম তুষারপাত হয়েছে রবিবার। পাহাড়ে বরফ পড়া শুরু হয়ে যাওয়ায় উত্তরাখণ্ডের সামগ্রিক তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy