Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Kumbh Mela District

কুম্ভের আগে ভেঙে দেওয়া হল প্রয়াগরাজকে, ৬৭টি গ্রাম নিয়ে উত্তরপ্রদেশের নতুন জেলা মহাকুম্ভ মেলা

২০২৫ সালে জানুয়ারিতে পূর্ণকুম্ভ মেলা রয়েছে। তার আগে প্রয়াগরাজের কুম্ভ মেলা অঞ্চলকে নিয়ে নতুন জেলা গঠন করল উত্তরপ্রদেশ সরকার। তবে এটি স্থায়ী জেলা না কি সাময়িক বন্দোবস্ত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

প্রয়াগরাজে কুম্ভ মেলার সময়ে পুণ্যস্নান সন্ন্যাসীদের।

প্রয়াগরাজে কুম্ভ মেলার সময়ে পুণ্যস্নান সন্ন্যাসীদের। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১২:০৪
Share: Save:

কুম্ভ মেলা অঞ্চলকে নতুন জেলা হিসাবে ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। নতুন জেলার নাম হবে মহাকুম্ভ মেলা। আগামী বছরের জানুয়ারি মাসে প্রয়াগরাজে পূর্ণকুম্ভ মেলা আয়োজিত হবে। তার আগে রবিবার সরকারি নির্দেশিকা জারি করে নতুন জেলা তৈরির কথা জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৫ সালের পূর্ণকুম্ভ মেলা আয়োজনের জন্য মেলা অঞ্চলকে নিয়ে নতুন জেলা গঠন করা হচ্ছে। কুম্ভ মেলার সুষ্ঠু ভাবে আয়োজনের জন্য এই জেলা গঠন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে এটি একটি স্থায়ী জেলা, না কি পূর্ণকুম্ভ মেলা আয়োজনের জন্য সাময়িক প্রশাসনিক বন্দোবস্ত, তা স্পষ্ট নয়। সংবাদমাধ্যমের একাংশ জানিয়েছে, এটি একটি অস্থায়ী জেলা। যদিও সরকারি নির্দেশিকায় এ বিষয়ে কিছু উল্লেখ নেই।

তবে নির্দেশিকা অনুসারে, নতুন জেলায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং নির্বাহী আধিকারিক (এগ্‌‌জিকিউটিভ ম্যাজিস্ট্রেট) হিসাবে দায়িত্ব সামলাবেন মেলা আধিকারিকরা। উত্তরপ্রদেশ প্রয়াগরাজ মেলা পর্ষদ আইন, ২০১৭ অনুসারে মেলা আধিকারিক হলেন রাজ্য সরকার নিযুক্ত কোনও আধিকারিক। প্রশাসনের তত্ত্বাবধানে তিনি মেলার সমস্ত কাজকর্ম পরিচালনা করেন।

মহাকুম্ভ মেলা জেলা গঠনের পর উত্তরপ্রদেশে জেলার সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৭৬। প্রয়াগরাজের চারটি মহকুমা (তহসিল)-র ৬৭টি গ্রাম নিয়ে এই জেলা গঠিত হয়েছে। সরকারি নির্দেশিকা অনুসারে, সদর মহকুমার ২৫টি গ্রাম, সোরাঁও মহকুমার তিনটি গ্রাম, ফুলপুর মহকুমার ২০টি গ্রাম এবং করছনা মহকুমার ১৯টি গ্রাম থাকছে নতুন জেলার মধ্যে। রবিবার প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্রকুমার মন্দড় এক নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছেন।

প্রতি ৬ বছর অন্তর কুম্ভ মেলা আয়োজিত হয়। ২০১৯ সালে ছিল অর্ধকুম্ভ মেলা। তার আগে ২০১৩ সালে ছিল পূর্ণকুম্ভ মেলা। ১২ বছর পরে প্রয়াগরাজে আবার পূর্ণকুম্ভ মেলা আয়োজন হতে চলেছে। আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। কুম্ভ মেলার জন্য উত্তরপ্রদেশ পুলিশের তৎপরতা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়া হচ্ছে। সর্বক্ষণ ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পরিকল্পনা রয়েছে পুলিশের। মেলার প্রস্তুতি পরিদর্শনের জন্য মাঝ ডিসেম্বরে প্রয়াগরাজে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh Prayagraj Kumbh Mela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy