পানমশলা বা গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেলা অভ্যাস রয়েছে অনেকেরই। ব্যতিক্রম নন, উত্তপ্রদেশের বিধায়কদের একাংশও! এমনকি, বিধানসভার অধিবেশন চলাকালীনও তাঁরা মেঝেতে পাতা কার্পেটের উপর পিক ফেলেন বলে অভিযোগ।
উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মহানা মঙ্গলবার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সরাসরি কারও নাম না করে তিনি বলেন, ‘‘এক বিধায়ক পানমশলা খেয়ে কার্পেটের উপর পিক ফেলেছেন। আমি চাই ব্যক্তিগত ভাবে তিনি আমার সঙ্গে দেখা করুন।’’ ‘অপরাধী’ বিধায়ককে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে জানিয়ে এর পর স্পিকারের মন্তব্য, ‘‘আমি ভিডিয়োতে তাঁকে দেখেছি। কাউকে অপমান করতে চাই না। তাই তাঁর নাম বলছি না। তিনি নিজে এসে দেখা না করলে আমি তাঁকে তলব করব।’’
আরও পড়ুন:
তিনি নিজে দাঁড়িয়ে থেকে পিকের দাগ পরিষ্কার করিয়েছেন জানিয়ে বিধায়কদের উদ্দেশে স্পিকারের মন্তব্য— ‘‘আপনারা সভার মাননীয় সদস্য। সভার মর্যাদা রক্ষার দায়িত্ব আপনাদের।’’ সেই সঙ্গে, পানমশাল-গুটখাসেবী বিধায়কদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ভবিষ্যতে কেউ এমন করলে কার্পেট পরিষ্কারের টাকা তাঁর ভাতা থেকে কেটে নেওয়া হবে। কোনও বিধায়ক গুটখা-পানমশলা খেয়ে থুতু ফেললে তাঁকে নিষেধ করার জন্য অন্য বিধায়কদের কাছেও আবেদনও জানান স্পিকার সতীশ।