ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অস্থির পরিস্থিতি বিশ্ব জুড়ে। অন্যান্য দেশের উপর চাপানো পাল্টা শুল্কনীতি আপাতত স্থগিত করলেও চিনের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ জারি রেখেছেন ট্রাম্প। সেই আবহেই সোমবার সপরিবার ভারতে আসছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর ভারত সফরের দিকে তাকিয়ে ভারতের বাণিজ্যমহল!
সোমবার সকালে দিল্লির পালাম বিমানবন্দরে নামবেন ভান্স। সঙ্গে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা এবং তিন সন্তান— ইওয়ান, বিবেক এবং মিরাবেল। সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ভান্স এবং তাঁর পরিবারের জন্য একটি নৈশভোজের আয়োজন করবেন। তবে তার আগে মোদী এবং ভান্সের মধ্যে বৈঠক হওয়ারও কথা রয়েছে।
মোদীর আমেরিকা সফরের সময়ই দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। প্রস্তাবিত সেই দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে গত কয়েক দিনের মধ্যে দুই দেশের প্রশাসনের মধ্যে একাধিক বার আলোচনা হয়েছে। দুই দেশের প্রশাসনই চুক্তি নিয়ে আশাবাদী। সূত্রের খবর, মোদী–ভান্সের বৈঠকে উঠবে বাণিজ্যচুক্তি প্রসঙ্গ। চুক্তি দ্রুত চূড়ান্ত করার পথ আরও প্রশস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে শুল্কনীতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
সোমবার বিমানবন্দরে ভান্সকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন কোনও না কোনও কেন্দ্রীয় মন্ত্রী। ভারতে পৌঁছোনোর কয়েক ঘণ্টা পরেই সপরিবার ভান্স যাবেন স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির পরিদর্শন করতে। তার পর হস্তশিল্পের একটি শপিং মলেও যেতে পারেন তাঁরা। দিল্লি ছাড়াও ভান্স ও তাঁর পরিবার আগরা এবং জয়পুরও যাবেন। ভান্সের সঙ্গে এই সফরে আসছেন পাঁচ জন মার্কিন প্রশাসনিক কর্তা। তাঁদের মধ্যে কেউ পেন্টাগনের, কেউ আবার আমেরিকার বিদেশ মন্ত্রকের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন:
মোদীর সঙ্গে নৈশভোজ সারার পর সোমবার রাতেই জয়পুরের উদ্দেশে পাড়ি দেবেন ভান্স। মঙ্গলবার জয়পুরের বেশ কিছু ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন তিনি। বিকেলে জয়পুরের একটি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা তাঁর। সূত্রের খবর, তাঁর বক্তৃতায় জায়গা করে নেবে ট্রাম্প জমানায় ভারত এবং আমেরিকার মধ্যে ইতিবাচক সম্পর্কের দিকগুলি। এ ছাড়াও, কূটনৈতিক, বিদেশনীতির মতো বিষয়গুলি নিয়েও কথা বলতে পারেন ভান্স।
বুধবার ভান্স সপরিবার জয়পুর থেকে আগরার উদ্দেশে রওনা দেবেন। তাজমহলের মতো ঐতিহাসিক স্থান ঘুরে দেখার কথা তাঁর। বিকেলে আবার জয়পুরে ফিরে আসার কথা ভান্সের। বৃহস্পতিবার সেখান থেকেই আমেরিকার উদ্দেশে পাড়ি দেবেন তিনি।