—ফাইল চিত্র
আমেরিকায় নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার জন্য ঝাঁপাতে চলেছে নয়াদিল্লি। তার আগে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত কেনেথ জাস্টার তাঁর বিদায়ী বক্তৃতায় সতর্ক করলেন ভারতকে! তাঁর কথায়, মোদী সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ শুল্কের বোঝা বাড়াতে পারে ভারতীয় পণ্যের উপর। অন্য দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে তা দেওয়াল তুলতে পারে। ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে ‘সংঘাত’ এবং ‘হতাশার’ দিকটি তুলে ধরে জাস্টারের আক্ষেপ, ‘বহু চেষ্টা সত্ত্বেও দু’দেশ বাণিজ্য ক্ষেত্রে ছোট চুক্তিও করে উঠতে পারল না।’
জাস্টারের কথায়, ‘‘দ্বিপাক্ষিক বাণিজ্য লক্ষ্যমাত্রার ধারেকাছে পৌঁছতে পারেনি। বিষয়টি হতাশাজনক। ভারতের দিক থেকে বাজার আরও খুললে বিনিয়োগ এবং বাণিজ্য বাড়বে। আমেরিকার কিছু পণ্য এবং পরিষেবার জন্য ভারত বিধিনিষেধ বাড়াচ্ছে। কর বসাচ্ছে। বিনিয়োগকারীদের জন্য এই পরিস্থিতি অনিশ্চয়তায় ভরপুর।’’
কৌশলগত ক্ষেত্রে অবশ্য ভারতের সঙ্গে আমেরিকার ‘উজ্জ্বল সমন্বয়ের’ কথাই বলেছেন তিনি। তোপ দেগেছেন চিনের দিকে। বলেছেন, “ভারত ও ভারতবাসীর নিরাপত্তায় আর কোনও দেশের এত অবদান নেই। লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভারত ও আমেরিকার নিবিড় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷’’ বিদায়ী রাষ্ট্রদূতের মতে, “ভারত তার নিজের মাটিতে সামরিক সরঞ্জাম তৈরিতে অত্যন্ত তৎপর৷ এই লক্ষ্যে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আরও বেশি অংশীদারিতে আগ্রহী আমেরিকা।’’ জাস্টারের কথায়, “গত চার বছরে ভারত ও আমেরিকা সামরিক সহযোগিতা আরও পোক্ত করেছে৷ নিজেদের দেশকে সুরক্ষিত রাখতে পারস্পরিক সহযোগিতার উপর আমরা নির্ভর করেছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy