বাজেট অধিবেশনের শুরুতে উত্তরপ্রদেশ বিধানসভা।ছবি: পিটিআই
বাজেট অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশ বিধানসভা। বৃহস্পতিবার বিধানসভায় উত্তরপ্রদেশের রাজ্যপাল ভাষণ শুরু করতেই তাঁকে বাধা দিয়ে স্লোগান তুলতে শুরু করেন বিরোধী বিধায়করা। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামবৃদ্ধি, রাজ্যের আইন-শৃঙ্খলায় ভাঙন, বেকারত্বের মতো বিষয়ে সরব হতে দেখা যায় তাঁদের। গ্যাসের সিলিন্ডার মাথায় তুলে যোগী আদিত্যনাথের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন বিধায়ক।
এ দিন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল অধিবেশনে বক্তব্য রাখা শুরু করলে আসন ছেড়ে ওয়েলে নেমে আসেন বিক্ষুব্ধ বিধায়করা। তাঁদের বেশির ভাগই ছিলেন সমাজবাদী দলের প্রতিনিধি। এই বিক্ষুব্ধদের কয়েকজনকে কাঁধে গ্যাস সিলিন্ডার তুলে নিয়েই হইচই করতে দেখা যায়।
দেখুন উত্তরপ্রদেশ বিধানসভার বিক্ষোভের ভিডিও:
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சியினர் விசிலடித்தும், காகிதங்களை வீசியும் தொடர்ந்து அமளி.#UttarPradesh #Assembly #Governor #Protests pic.twitter.com/6zhylH2o7T
— Polimer News (@polimernews) May 15, 2017
এখানেই শেষ নয়। বিধানসভার বাইরেও সমাজবাদী দল ও কংগ্রেস বিধায়করা। মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওই এলাকার অটোরিক্সা চালকদের মধ্যে টম্যাটোও বিলি করেন।
আরও পড়ুন:সমাবর্তন-সঙ্ঘাত তুঙ্গে, উপাচার্যকে শো কজ, শুরু বরখাস্ত করার ‘বিবেচনা’ও
আরও পড়ুন:ওয়েবসাইট-সোশ্যাল মিডিয়ায় দিতে হবে প্রার্থীর অপরাধের রেকর্ড: সুপ্রিম কোর্ট
আগামী মঙ্গলবার উত্তরপ্রদেশে বাজেট পেশ করবে রাজ্য সরকার। বিরোধীরা লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে চান তার আগে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy