Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Uttar Pradesh

Assembly Election 2022 Results: বিজেপি-র পক্ষে প্রচার করেছে! ভোটে ভরাডুবির পর মায়ার ঘোষণা টিভি চ্যানেল বয়কটের

উত্তরপ্রদেশে এ বার একক ভাবে ৪১ শতাংশের বেশি ভোট পেয়েছে বিজেপি। অখিলেশের এসপি ৩২ শতাংশের সামান্য বেশি। ২০১৭-র তুলনায় এ বার বিজেপি-র প্রায় ৩ শতাংশ এবং এসপি-র প্রায় ১১ শতাংশ ভোট বেড়েছে। অন্য দিকে বিএসপি ২০১৭ সালে ২২ শতাংশের বেশি ভোট পেলেও এ বার তা ১২ শতাংশের কাছে নেমে এসেছে।

মায়াবতী।

মায়াবতী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ১২:০৮
Share: Save:

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে বিএসপি-র বিপর্যয়ের জন্য সংবাদমাধ্যমে দুষলেন মায়াবতী। শনিবার তিনি অভিযোগ করেন, বিভিন্ন টিভি চ্যানেল একতরফা ভাবে বিজেপি-র প্রচার করেছে। দলিত নেত্রী বলেন, ‘‘পরিকল্পিত ভাবে জাতপাতভিত্তিক কর্মসূচির প্রচার করা হয়েছে। এই পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছে, টিভি চ্যানেলে কোনও বিতর্কে বিএসপি-র কোনও প্রতিনিধি অংশ নেবেন না।’’

লখনউয়ের কুর্সি দখলের লড়াইয়ে বিজেপি-র টানা দু’বারের জয়ের পিছনে উচ্চবর্ণের পাশাপাশি দলিত ভোট এ বার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে। বিএসপি ২০১৭ সালের বিধানসভা ভোটে ২২ শতাংশের বেশি ভোট পেলেও এ বার তা ১২ শতাংশের কাছে নেমে এসেছে। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় বিএসপি জিতেছে মাত্র একটিতে। দলের সাড়ে তিন দশকের পুরনো দলিত ভোটের একাংশ পদ্ম-শিবিরের ঝুলিতে যাওয়ার কারণেই পাঁচ বছর আগের তুলনায় বিজেপি-র ভোট ৩ শতাংশেরও বেশি বেড়েছে বলে মনে করা হচ্ছে।

উত্তরপ্রদেশে দলিত সমাজের ৬০-এরও বেশি উপগোষ্ঠী রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি জাটভ (চামার) উপগোষ্ঠী। মায়া নিজেও ওই সমাজের প্রতিনিধি। এ বারের ভোটে জাটভদের সমর্থন বিএসপি পেলেও কোরি, পাসি, খটিকদের মতো অন্য বড় দলিত উপগোষ্ঠীর ভোট বিজেপি-র দিকে গিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন।

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh UP Assembly Election 2022 Assembly Election 2022 BSP BJP Mayawati Jogi Adityanath
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy