বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। ছবি সৌজন্য টুইটার।
নিজের বিধানসভা ক্ষেত্রে নির্বাচনী প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তাড়া খেয়ে ফিরতে হল বিজেপি বিধায়ককে। উত্তরপ্রদেশের মুজফফরনগরের ঘটনা।
খাটাউলির বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সৈনী বুধবার একটি সভা করতে গিয়েছিলেন তাঁর বিধানসভা ক্ষেত্রের মনব্বরপুর গ্রামে। বিধায়ক পৌঁছতেই গ্রামবাসীদের ক্ষোভের আঁচ গিয়ে পড়ে তাঁর উপর। বিধায়ককে দেখামাত্রই তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন গ্রামবাসীরা। বিধায়কও বেজায় চটে যান বিক্ষোভের মুখে পড়ে। ফলে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ বিক্ষোভকারীদের চাপে পড়ে সভা না করেই খাটাউলি থেকে বেরিয়ে আসেন।
बीजेपी विधायक और मुज़फ़्फ़रनगर की खतौली विधानसभा से प्रत्याशी विक्रम सैनी को ग्रामीणों ने खदेड़ा,
— Saurabh shukla (@Saurabh_Unmute) January 20, 2022
विक्रम सैनी अपने क्षेत्र के गाँव मनव्वरपुर में एक मीटिंग के लिए पहुंचे थे
वीडियो में विक्रम सैनी हाथ जोड़कर गाड़ी में बैठकर जाते नज़र आ रहे हैं @ndtv pic.twitter.com/pBQ0Uv6kWj
এই বিধানসভা ক্ষেত্রে প্রচুর কৃষকের বাস। কেন্দ্রীয় সরকারের কৃষই আইন নিয়ে কৃষকদের মধ্যে একটা ক্ষোভ ছিলই। বুধবার সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে বিধায়ক সৈনী সেখানে নির্বাচনী প্রচারে যেতেই। যদিও এ বিষয়ে বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy