পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও অকালি দলের নেতা সুখবীর সিংহ বাদলের হামলাকারী নারায়ণ সিংহ চৌরাকে ‘শিখ সমাজের রত্ন’ বলে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টু। রবনীতের আর একটি পরিচয়, তিনি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহের নাতি। আজ দিল্লিতে বসে বিট্টুর দাবি, শিখ ধর্মকে সংরক্ষণ করার জন্যই নারায়ণ এই পদক্ষেপ করেছে। এই হামলা নিন্দনীয়, তবু এই বিষয়টি মাথায় রেখে অকালি দল ও শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তাকে আইনি সহায়তা করা উচিত।
বিট্টুর দাবি, গুরু গ্রন্থসাহিবের অবমাননা নারায়ণ মেনে নিতে পারেনি। তার এই হামলা থেকে তাঁর ধর্মীয় আবেগ স্পষ্ট হয়ে ওঠে। বিট্টুর মতে, স্বর্ণমন্দির বা অকাল তখত সাহিবের প্রতি নারায়ণের কোনও বিদ্বেষ নেই। তাঁর নিশানায় স্রেফ সুখবীর ছিলেন। এই প্রসঙ্গে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহের হত্যাকারী বলবন্ত সিংহ রাজোয়ানার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্তির কথাও মনে করিয়েছেন বিট্টু। এর পিছনে ভূমিকা ছিল শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির। বিট্টুর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অকালি দলের প্রবীণ নেতা বিক্রম সিংহ মাজিথিয়া।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)