কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে। ছবি: পিটিআই।
সকাল থেকেই রাণের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক পারদ চড়ছিল। শেষমেশ তাঁকে গ্রেফতার করল পুলিশ। রাণেকে সঙ্গমেশ্বর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন রাণে।
নাসিকের পুলিশ কমিশনার দীপক পাণ্ডে জানিয়েছেন, পুলিশের একটি দল আগামী দু’ঘণ্টার মধ্যেই চিপলুন পৌঁছবে। রাণেকে তাঁদের হেফাজতে নিয়ে নাসিক পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য রত্নগিরির পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করল রত্নগিরি আদালত।
শিবসেনা সাংসদ বিনায়ক রাউত রাণের মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীকে সরানোর দাবি জানিয়েছেন তিনি।
চড় মারা মন্তব্য নিয়ে রাণের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছে বিজেপি। রাজ্যের বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস বলেন, “পুলিশকে বলব আইনমাফিক কাজ করুক তারা।” রাণের সম্পর্কে তাঁর মন্তব্য, “মুখ্যমন্ত্রী সম্পর্কে একটু সংযত ভাবে মন্তব্য করা উচিত ছিল তাঁর। আরও ভাল ভাবে বলতে পারতেন। তবে তার মানে এই নয় যে, এর জন্য হাঙ্গামা করতে হবে।”
দক্ষিণ মুম্বইয়ে অপেরা হাউস ক্রসিংয়ের সামনে রাণের কুশপুতুল পোড়ালেন শিবসেনা সমর্থকরা।
রাণে এই মুহূর্তে ‘জন আশীর্বাদ র্যালি’র প্রস্তুতি নিচ্ছেন। সেই র্যালি হবে কোঙ্কন অঞ্চলের রাজাপুর, লাঞ্জা, রত্নগিরিতে। কিন্তু তার আগেই সেই র্যালির যাত্রাপথ দখলে নিয়েছেন শিবসেনা সমর্থকরা।
সান্তাক্রুজে (পশ্চিম) রাণের বাসববনের কাছে জুহু তারা রোডে প্রতিবাদে বসেছেন শিবসেনা কর্মী-সমর্থকরা।
পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে রাণের এই মন্তব্যকে ঘিরে। শিবসেনা কর্মী সমর্থকরা নাসিকে বিজেপি-র কার্যালয়ে পাথর ছোড়েন। রাণের বিরুদ্ধে স্লোগান তোলেন। পাল্টা বিজেপি কর্মী সমর্থরাও বিক্ষোভ দেখান।
#WATCH | Maharashtra: A group of Shiv Sena workers pelt stones at BJP party office in Nashik & raise slogans against Union Minister Narayan Rane.
— ANI (@ANI) August 24, 2021
The Union Minister and BJP leader had given a statement against CM Uddhav Thackeray yesterday. pic.twitter.com/Y3A3cWZbTa
মঙ্গলবার শিবসেনার সমর্থকরা রাণের বাসভবনের দিকে মিছিল করে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকদের বাধার মুখে পড়েন। এর পরই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। শিবসেনার যুব মোর্চা রাণেকে ‘মুরগি চোর’ (স্থানীয় ভাষায় ‘কোমরি চোর’) বলে পাল্টা আক্রমণ করে।
রাণের এই ‘চড়’ মন্তব্য ঘিরেই মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। তাঁর এই মন্তব্য শিবসেনা কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। রাণের বিরুদ্ধে চারটি এফআইআর-ও দায়ের করা হয়েছে। তার মধ্যে পুণেতে একটা, নাসিকে দু’টি এবং রায়গড়ের মাহাদে একটি অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করা নিয়ে। সম্প্রতি কোঙ্কণ এলাকায় ‘জন আশীর্বাদ র্যালি’তে উদ্ধবকে আক্রমণ করেন রাণে।
#WATCH | Maharashtra: A clash breaks out amid Shiv Sena workers, BJP workers and Police in Mumbai as Shiv Sena workers marched towards Union Minister Narayan Rane's residence.
— ANI (@ANI) August 24, 2021
Union Minister Narayan Rane had given a statement against CM Uddhav Thackeray yesterday. pic.twitter.com/TezjDGGqAb
তিনি বলেছিলেন, “দেশের কততম স্বাধীনতা বর্ষপূর্তি সে সম্পর্কে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না। এটা অত্যন্ত লজ্জার বিষয়। বক্তৃতার সময় তাঁকে জেনে নিতে হচ্ছে স্বাধীনতার কত বছর হল!” এর পরই তাঁর মন্তব্য, “যদি আমি সেখানে উপস্থিত থাকতাম তা হলে তাঁকে একটা চড় মারতাম।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy