অসমের পূর্বতন কংগ্রেস সরকারকে আক্রমণ করতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে স্লোগান দেওয়ায় অসম পুলিশ তাঁকে মারধর করেছিল। সেই সময় সাত দিন তিনি অসমের জেলে বন্দি ছিলেন বলেও দাবি করেছেন শাহ।
শুক্রবার অসমে গিয়েছেন শাহ। উত্তর-পূর্ব ভারতে তিন দিনের সফরে মিজ়োরামেও যাওয়ার কথা রয়েছে তাঁর। শনিবার অসমের ডেরগাঁওতে লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুসারে, উদ্বোধনী অনুষ্ঠানে শাহ বলেন, “অসমে কংগ্রেস সরকারের আমলে আমি মারও খেয়েছি। সেই সময় হিতেশ্বর সইকিয়া ছিলেন অসমের মুখ্যমন্ত্রী। আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম।”
আগের অসমের সঙ্গে বর্তমানে বিজেপি-শাসিত অসমের তুলনা টেনে শাহ বলেন, “অসমে সাত দিন আমায় জেলের খাবার খেতে হয়েছিল। সারা দেশ থেকে মানুষ এসেছিলেন অসমকে বাঁচাতে। আজ অসম উন্নয়নের পথ ধরে এগিয়ে চলছে।” শনিবারের অনুষ্ঠানে শাহের সঙ্গে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
প্রসঙ্গত, প্রথমে ১৯৮৩ থেকে ১৯৮৫, তার পর ১৯৯১ থেকে ১৯৯৬— দু’দফায় অসমের মুখ্যমন্ত্রী হয়েছিলেন কংগ্রেস নেতা হিতেশ্বর। সেই আমলের কথা তুলে ধরে কংগ্রেসকে শাহি কটাক্ষ, “ওরা রাজ্যে শান্তি আনতে দেয়নি।”