Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Budget 2020

ব্যাঙ্ক লাটে উঠলেও আপনার ৫ লক্ষ টাকা ফেরত নিশ্চিত

আরবিআই-এর গাইডলাইন অনুযায়ী, সমস্ত ব্যাঙ্কের আমানতই ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের  বিমার আওতাভুক্ত।

আমানত বিমা পাঁচ গুণ বাড়ানোর ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

আমানত বিমা পাঁচ গুণ বাড়ানোর ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৬
Share: Save:

বাজেটে ব্যাঙ্ক ডিপোজিট বিমা পাঁচ গুণ বাড়ানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার বাজেট পেশের সময়, ওই বিমার পরিমাণ ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করার প্রস্তাব দিয়েছেন নির্মলা। অর্থাৎ ব্যাঙ্ক লাটে উঠলে আমানতকারীর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফেরত এখন নিশ্চিত।

গত বছর, পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ (পিএমসি) ব্যাঙ্ক ফেল করার পর আমানতকারীদের জমা রাখা অর্থের সুরক্ষার প্রশ্নটা জোরালো ভাবে উঠতে শুরু করেছিল। এ নিয়ে কেন্দ্রীয় সরকার যে বড়সড় পদক্ষেপ করতে পারে সেই ইঙ্গিত মিলেছিল তখনই। চলতি বাজেটে তাতে সিলমোহর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জমা রাখা অর্থের বিমা হিসাবে এ বার থেকে গ্রাহকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন বলে এ দিন ঘোষণা করেছেন নির্মলা। এত দিন পর্যন্ত আমানত যত টাকারই হোক না কেন, ব্যাঙ্ক উঠে গেলে গ্রাহকরা ১ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারতেন। এ বার অবশ্য সেই টাকার পরিমাণ পাঁচ গুণ বাড়ানো হয়েছে।

কী কী ঘোষণা হল এ বারের বাজেটে

বর্তমানে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)-এর গাইডলাইন অনুযায়ী, সমস্ত ব্যাঙ্কের আমানতই ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি)-এর বিমার আওতাভুক্ত। তবে প্রাথমিক স্তরের কো-অপারেটিভ সোসাইটিগুলি অবশ্য ওই সংস্থার এক্তিয়ারে নেই।

আরও পড়ুন: নির্ভয়া-কাণ্ড: বিনয়ের আর্জি খারিজ, এ বার প্রাণভিক্ষা চাইল অক্ষয়

আরও পড়ুন: শাহিন বাগের সঙ্গে কথা বলে সিএএ সংশয় দূর করতে চায় মোদী সরকার, টুইট রবিশঙ্করের

২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত ডিআইসিজিসি-র আওতায় ছিল ১০৩টি বাণিজ্যিক ব্যাঙ্ক, ১ হাজার ৯৪১টি সমবায় ব্যাঙ্ক, ৫১টি গ্রামীণ ব্যাঙ্ক ও তিনটি লোকাল এরিয়া ব্যাঙ্ক। ১৯৯৩ সালে ব্যাঙ্কে জমা রাখা অর্থের উপর বিমা ৩০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছিল। এ বার সেই বিমা পাঁচ গুণ হল।

অন্য বিষয়গুলি:

Budget 2020 Union Budget 2020 Nirmala Sitharaman Bank Deposit Insurance DICGC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy