আমানত বিমা পাঁচ গুণ বাড়ানোর ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
বাজেটে ব্যাঙ্ক ডিপোজিট বিমা পাঁচ গুণ বাড়ানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার বাজেট পেশের সময়, ওই বিমার পরিমাণ ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করার প্রস্তাব দিয়েছেন নির্মলা। অর্থাৎ ব্যাঙ্ক লাটে উঠলে আমানতকারীর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফেরত এখন নিশ্চিত।
গত বছর, পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ (পিএমসি) ব্যাঙ্ক ফেল করার পর আমানতকারীদের জমা রাখা অর্থের সুরক্ষার প্রশ্নটা জোরালো ভাবে উঠতে শুরু করেছিল। এ নিয়ে কেন্দ্রীয় সরকার যে বড়সড় পদক্ষেপ করতে পারে সেই ইঙ্গিত মিলেছিল তখনই। চলতি বাজেটে তাতে সিলমোহর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জমা রাখা অর্থের বিমা হিসাবে এ বার থেকে গ্রাহকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন বলে এ দিন ঘোষণা করেছেন নির্মলা। এত দিন পর্যন্ত আমানত যত টাকারই হোক না কেন, ব্যাঙ্ক উঠে গেলে গ্রাহকরা ১ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারতেন। এ বার অবশ্য সেই টাকার পরিমাণ পাঁচ গুণ বাড়ানো হয়েছে।
বর্তমানে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)-এর গাইডলাইন অনুযায়ী, সমস্ত ব্যাঙ্কের আমানতই ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি)-এর বিমার আওতাভুক্ত। তবে প্রাথমিক স্তরের কো-অপারেটিভ সোসাইটিগুলি অবশ্য ওই সংস্থার এক্তিয়ারে নেই।
আরও পড়ুন: নির্ভয়া-কাণ্ড: বিনয়ের আর্জি খারিজ, এ বার প্রাণভিক্ষা চাইল অক্ষয়
আরও পড়ুন: শাহিন বাগের সঙ্গে কথা বলে সিএএ সংশয় দূর করতে চায় মোদী সরকার, টুইট রবিশঙ্করের
২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত ডিআইসিজিসি-র আওতায় ছিল ১০৩টি বাণিজ্যিক ব্যাঙ্ক, ১ হাজার ৯৪১টি সমবায় ব্যাঙ্ক, ৫১টি গ্রামীণ ব্যাঙ্ক ও তিনটি লোকাল এরিয়া ব্যাঙ্ক। ১৯৯৩ সালে ব্যাঙ্কে জমা রাখা অর্থের উপর বিমা ৩০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছিল। এ বার সেই বিমা পাঁচ গুণ হল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy