অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। ফাইল চিত্র।
গুজরাতে ভোটের আগে চর্চায় বার বার এসেছে অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ। মোদী রাজ্যে নির্বাচনী ইস্তাহারেও এর উল্লেখ রেখেছে বিজেপি। ক’দিন বাদেই গুজরাতে বিধানসভা নির্বাচন। বছর দুয়েক বাদে লোকসভা নির্বাচন। তার আগে বিজেপি নেতাদের মুখে ফিরে ফিরে আসছে অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা। দেশের অধিকাংশ রাজ্যেই এই বিধি চালু করা হবে বলে রবিবার জানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নড্ডা বলেছেন, ‘‘অভিন্ন দেওয়ানি বিধি একটা জাতীয় বিষয়। যত বেশি সম্ভব রাজ্যে এটা চালু করা হবে।’’
গুজরাতে ভোটের আগে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রসঙ্গ নিয়ে চর্চা শুরু হয়। সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সঙ্ঘভি জানান যে, মোদী রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর আগে বিভিন্ন দিক খতিয়ে দেখতে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এই খবর প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। বিজেপি কেন দেশ জুড়ে এই বিধি চালুর কথা বলছে না? এই প্রশ্ন তুলে আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল কটাক্ষ করেন, বিজেপির উদ্দেশ্য ভাল নয়।
এর পর শনিবার গুজরাতে বিজেপির নির্বাচনী ইস্তাহারে অভিন্ন দেওয়ানি বিধির কথা উল্লেখ করা হয়েছে। বিজেপির ‘সংকল্পপত্র’-এ সম্পূর্ণ অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগের কথা বলা হয়েছে। এই প্রেক্ষাপটে নড্ডা আবার যে ভাবে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কথা বললেন, তাতে এ নিয়ে বিতর্ক আরও বাড়ল বলে মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ।
প্রসঙ্গত, অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে দেশের সব নাগরিককে একই ধাঁচের পারিবারিক আইন মানতে হবে। সে ক্ষেত্রে শরিয়ত আইন গুরুত্বহীন হবে। যা নিয়ে আপত্তি রয়েছে মুসলিমদের। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, এতে সমাজে অসাম্য ঘুচবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy