Advertisement
০২ নভেম্বর ২০২৪
UGC

UGC NET: নেট পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসি

আবেদনের সময়সীমা ২০২২-এর ৩০ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন ইউজিসি-র চেয়ারম্যান মমিদালা জদেশ কুমার।

নেট পরীক্ষা দু’টি পর্যায়ে অনুষ্ঠিত হবে।

নেট পরীক্ষা দু’টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। ফাইল ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মে ২০২২ ১৪:৩৩
Share: Save:

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের পরীক্ষা নেট-এর ২০২১-এর ডিসেম্বর এবং ২০২২ জুন সার্কলের জন্য অনলাইন আবেদনের সময়সীমা বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি(এনটিএ)। আবেদনের সময়সীমা ২০২২-এর ৩০ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন ইউজিসি-র চেয়ারম্যান মমিদালা জদেশ কুমার।

এর ফলে, নতুন আবেদনের পাশাপাশি, সংস্থার ওয়েবসাইট ugcnet.nta.ac.in-এ লগ ইন করে আবেদনকারীরা তাঁদের আবেদনপত্রে পরিবর্তনও করতে পারবেন। ৩০ মে পর্যন্ত ফি-ও জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০ মে আবেদনের শেষ সময়সীমা ছিল এবং ২১ মে পর্যন্ত আবেদনপত্র সংশোধন করার সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা বাড়াল ইউজিসি।

প্রসঙ্গত, নেট পরীক্ষা দু’টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৩টে থেকে সন্ধ্যা ৬টা। ইউজিসি সূত্র জানা গিয়েছে, পরীক্ষাটি সম্ভবত কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (সিবিটি) মোডে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই পরীক্ষার দিনক্ষণ জানানো হবে।

অন্য বিষয়গুলি:

UGC UGC NET
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE