Advertisement
১২ জানুয়ারি ২০২৫
Uddhav Thackeray

পুরভোটে একাই লড়বেন উদ্ধব, সঙ্গীহীন কংগ্রেস

এ বার মহারাষ্ট্রের পুরভোটে একলা চলার কথা বলে মহা বিকাশ আঘাড়ী (এমভিএ) জোটেও ধোঁয়াশা তৈরি করে দিল ইন্ডিয়া-র অন্যতম শরিক উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা।

উদ্ধব ঠাকরে।

উদ্ধব ঠাকরে। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ০৭:৩৬
Share: Save:

ইন্ডিয়া মঞ্চ নিয়ে তৈরি হওয়া ধন্দের মধ্যেই এ বার মহারাষ্ট্রের পুরভোটে একলা চলার কথা বলে মহা বিকাশ আঘাড়ী (এমভিএ) জোটেও ধোঁয়াশা তৈরি করে দিল ইন্ডিয়া-র অন্যতম শরিক উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। যদিও পুর এবং স্থানীয় স্তরের ভোটগুলিতে বহু বছর ধরেই একক ভাবে লড়ে শিবসেনা এবং জোটে থাকা সত্ত্বেও তারা যে মুম্বই এবং পুণের পুরভোটে একাই লড়বে, তা আগেই ঘোষণা করেছিল উদ্ধবের দল। কিন্তু এ দিন উদ্ধবের দলের তরফে সঞ্জয় রাউত বিষয়টি ফের ঘোষণা করার পরে নানা মহলে জল্পনা তৈরি হয়েছে কংগ্রেসকে নিয়ে। এমনিতেই এমভিএ জোটের আর এক শরিক শরদ পওয়ারের এনসিপি গত কয়েক দিন ধরেই বিজেপি-সঙ্ঘ পরিবার এবং মহারাষ্ট্রের নতুন বিজেপি সরকার সম্পর্কে একের পর এক প্রশংসাসূচক মন্তব্য করে জোট ছাড়ার ইঙ্গিত দিতে শুরু করেছে। এ বার উদ্ধবের শিবসেনা দুই গুরুত্বপূর্ণ পুরসভার ভোটে একা লড়ার কথা ফের বলায় জাতীয় রাজনীতির পাশাপাশি মহারাষ্ট্রেও কংগ্রেস কার্যত সঙ্গীহীন হয়ে পড়ছে বলেই মনে করছেন অনেকে।

এ দিন উদ্ধবের দলের তরফে সঞ্জয় রাউত পুণে এবং মুম্বইয়ের পুরভোটে একলা লড়ার কথা ঘোষণা করে বলেন, ‘‘আমরা একাই লড়ব, তাতে যা হওয়ার হবে। আমাদের নিজেদের শক্তিটাও দেখে নেওয়া দরকার। উদ্ধব ঠাকরে এ ব্যাপারে আমাদের সম্মতি দিয়েছেন।’’ একলা লড়ার বিষয়টি নিয়ে তিনি দলের নাগপুর শাখার প্রধান প্রমোদ মানমোড়ে-র সঙ্গে কথা বলেছেন বলেও জানান রাউত।

তাৎপর্যপূণ ভাবে এ দিন ইন্ডিয়া মঞ্চ নিয়ে সঞ্জয়ের রাউতের গলায় ছিল আরজেডি প্রধান তেজস্বী যাদবের সুর। ইন্ডিয়া মঞ্চ নিয়ে বিভিন্ন দলের নেতাদের গলায় নানা রকম সুরের মধ্যে দিন দুয়েক আগেই তেজস্বী বলেছিলেন, এই মঞ্চ তৈরি হয়েছিল লোকসভা ভোটের দিকে তাকিয়ে। ভোট শেষ হওয়ার পরে জোটের অস্তিত্ব যে কার্যত নেই, সে কথাও গত কয়েক দিনে বারবার ফুটে উঠেছে ওমর আবদুল্লা-সহ একাধিক নেতার গলায়। তারই রেশ টেনে সঞ্জয় রাউতও বলেন, ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল শুধুই লোকসভা ভোটের জন্য। ভোট মেটার পরে ইন্ডিয়া-র একটিও বৈঠক হয়নি। পরোক্ষে কংগ্রেসের দিকেই দায় ঠেলে দিয়েছেন তিনি।

ইন্ডিয়া মঞ্চের একাধিক নেতার এই বেসুর কংগ্রেসকে নিশ্চিত ভাবে জাতীয় রাজনীতিতে অনেকটাই একা করে দিচ্ছে। লোকসভা ভোটে বিরোধী জোটের ভাল ফলের পরে গত বছর শেষ ভাগে হরিয়ানায় প্রায় জয়ের মুখ থেকে কংগ্রেসের হার এবং মহারাষ্ট্রের ভোটে এমভিএ জোটের শোচনীয় হারের পরে বিরোধী নেতাদের অনেকেই কংগ্রেসকে নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি জোটের নেতৃত্ব কংগ্রেসের হাত থেকে নিয়ে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার দাবিও জোরদার হতে শুরু করেছে। এ দিকে সামনেই দিল্লি বিধানসভার ভোট। সেখানে ইন্ডিয়া-র অন্যতম শরিক আম আদমি পার্টির বিরুদ্ধে লড়ছে কংগ্রেস। তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কংগ্রেসকে জোট থেকে বের করে দেওয়ার দাবিও তুলেছেন আপ-প্রধান অরবিন্দ কেজরীওয়াল। যদিও গত কালই কংগ্রেস জানিয়েছিল, ইন্ডিয়া মঞ্চকে মজবুত করার দায় তাদের আছে ঠিকই, কিন্তু একই সঙ্গে তারা কোনও এনজিও নয়, একটি রাজনৈতিক দল। তাই আঞ্চলিক দলগুলিকে রাজ্যে রাজ্যে আসন ছেড়ে নিজেদের শক্তি ক্ষয় করতে নারাজ তারা।

অন্য বিষয়গুলি:

Uddhav Thackeray Maha Vikas Aghadi Local Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy