বৃষ্টিতে ভেঙে পড়া দোতলা বাড়ির অংশ। ছবি: টুইটার।
মধ্যপ্রদেশে টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত। ভিন্ড জেলায় একটি দোতলা বাড়ি বৃষ্টির কারণে ভেঙে পড়েছে। ওই এলাকায় গত কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। ভেঙে পড়া বাড়িটির ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
ভিন্ড জেলার আতের এলাকায় মঙ্গলবার দোতলা বাড়িটি হঠাৎই ভেঙে পড়ে। বাড়িতে সে সময় কেউ ছিলেন না বলেই মনে করা হচ্ছে। বাড়িটি যথেষ্ট পুরনো। বৃষ্টিতে বাড়ির কাঠামো নড়বড়ে হয়ে গিয়েছিল। প্রায় পুরো বাড়িটিই ভেঙে পড়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাড়িটির নির্মাণকাজে কিছু গলদ ছিল। নির্দিষ্ট নিয়ম মেনে বাড়ি তৈরি করা হয়নি। সেই কারণেই বৃষ্টিতে বাড়িটি এ ভাবে ভেঙে পড়ল।
मध्य प्रदेश: भिंड में भारी बारिश के कारण अटेर में दो मंजिला मकान गिर गई।
— ANI_HindiNews (@AHindinews) June 20, 2023
CMO वीरेंद्र तिवारी ने बाताया, "शिकायत मिली की बारिश की वजह से एक दो मंजिला मकान गिर गया है। मुआयना करने पर पता चला कि मकान विधिवत तरीके से नहीं बनाया गया था। बिना अनुमति के जमीन की खुदाई की गई थी जिस वजह… pic.twitter.com/xXutIDXsEw
এ প্রসঙ্গে সিএমও আধিকারিক বীরেন্দ্র তিওয়ারি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘‘বৃষ্টির কারণে একটি দোতলা বাড়ি ভেঙে পড়ার খবর আমরা পেয়েছি। তদন্তে জানা গিয়েছে, বাড়িটি তৈরির সময় যথেষ্ট নিয়ম মানা হয়নি। যে জমিতে ওই বাড়ি বানানো হয়েছে, সেখানে খননকার্যের অনুমতি ছিল না। বিনা অনুমতিতে জমি খুঁড়ে ওই বাড়ি বানানো হয়েছিল। তাই বৃষ্টিতে বাড়িটি ভেঙে পড়ল।’’ এই ঘটনায় আরও বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্য দিকে, মৌসম ভবন জানিয়েছে, মধ্যপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় আপাতত বৃষ্টি চলবে। রাজ্যের পশ্চিম অংশে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী দু’দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সেখানে। বৃষ্টি হবে মধ্যপ্রদেশের পূর্ব অংশেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy