দু’মাস বয়সে দু’বার অপহরণকারীদের হাতে পড়েছে শিশুটি। —ফাইল চিত্র।
বয়স মাত্র ২ মাস। তার মধ্যেই ২ বার অপহরণকারীদের হাতে পড়েছে সে। কাগজ কুড়িয়ে সংসার চালানো পরিবারের সেই ছোট্ট শিশুর জন্যই এ বার ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা হল গুজরাতে। বর্তমানে ওই শিশুকেই দেশের কনিষ্ঠতম ২৪ ঘণ্টা নিরাপত্তাপ্রাপ্ত বাসিন্দা বলে মানছেন সকলে।
গাঁধীনগরের অডলাজে একটি বস্তির বাসিন্দা এক দম্পতির কোলে জন্ম শিশুটির। গত এপ্রিল মাসে জন্মের ২ দিনের মাথায় গাঁধীনগর সরকারি হাসপাতাল থেকে তাকে অপহরণ করেন জিগনেশ এবং অস্মিতা ভারতী নামের এক যুগল। সেই সময় প্রায় এক সপ্তাহ পর অপহরণকারী যুগলের হাত থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
এর পর গত ৫ জুন শিশুটিকে সাইকেলের সঙ্গে বাঁধা একটি ঝুড়িতে রেখে, তার মা যখন কাগজ কুড়োতে ব্যস্ত, সেই সময় তাকে অপহরণ করেন নিঃসন্তান দম্পতি দীনেশ এবং সুধা কাটরা। সিসিটিভি ফুটেজ দেখে ৪ দিন পর শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তার পরই শিশুটিকে নিরাপত্তা দিতে তৎপর হয় স্থানীয় প্রশাসন। আপাতত ২৪ ঘণ্টা পুলিশ বসিয়ে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে তার জন্য। বস্তি থেকে তাদের পরিবারকে সরিয়ে স্থায়ী বসবাসের ব্যবস্থা করারও উদ্যোগ নেওয়া হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy