Advertisement
০৫ নভেম্বর ২০২৪
IS

উপত্যকায় মৃত্যু দুই আইএস জঙ্গির, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

নিহত দুই জঙ্গির নাম আদিল আহমেদ ওয়ানি ওরফে আবু ইব্রাহিম এবং শাহিন বশির ঠোকার।

নিহত আদিল আহমেদ ওয়ানি। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

নিহত আদিল আহমেদ ওয়ানি। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ২৫ মে ২০২০ ১৩:৩০
Share: Save:

সেনার সঙ্গে সংঘর্ষে এ বার উপত্যকায় দুই ইসলামিক স্টেট (আইএস) অনুপ্রাণিত জঙ্গির মৃত্যু হল। সোমবার সকালে জম্মু-কাশ্মীরের কুলগামে এনকাউন্টার চালায় নিরাপত্তাবাহিনী। তাতেই মৃত্যু হয় ওই দুই জঙ্গির।

নিহত দুই জঙ্গির নাম আদিল আহমেদ ওয়ানি ওরফে আবু ইব্রাহিম এবং শাহিন বশির ঠোকার। দু’জনেই ইসলামিক স্টেট অব জম্মু-কাশ্মীর (আইএসজেকে) সংগঠনের সক্রিয় সদস্য ছিল।

সেনা সূত্রে জানা গিয়েছে, নিহত দু’জনই আদতে শোপিয়ানের বাসিন্দা। ২০১৭-র ১২ সেপ্টেম্বর থেকে আইএসজেকে-র সদস্য ওয়ানি। গত বছর ১৫ অগস্ট ওই সংগঠনে যোগ দেয় ঠোকার। তার আগে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার সদস্য ছিল সে।

আরও পড়ুন: সংক্রমণে ইরানকে টপকে বিশ্বে প্রথম দশে ভারত, মহারাষ্ট্রে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার​

আরও পড়ুন: উৎসবের আঁচই নেই কাশ্মীর, কেরলে​

কুলগামের মঞ্জগামের মিরওয়ানি গ্রামে একটি বাড়িতে কয়েকজন জঙ্গি আস্তানা গেড়েছে বলে গতকাল গোপন সূত্রে খবর পায় সেনা। সেই মতো স‌োমবার ভোর থেকে ওই এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে ৩৫ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপি ও উপত্যকা পুলিশের যৌথ বাহিনী।

অন্য বিষয়গুলি:

IS Jammu And Kashmir Terrorism CRPF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE