আহত বাঘশাবক। ছবি সৌজন্য টুইটার।
গ্রামের পুকুরে জল খেতে এসেছিল দুই বাঘশাবক। বাঘ ঢোকার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রাম হাজির হয় পুকুর পাড়ে। তার পর সেই শাবক দু’টিকে গ্রামছাড়া করতে একের পর এক পাথর ছুড়লেন তাদের লক্ষ্য করে। গুরুতর জখম হয়ে পুকুরের পাড়েই লুটিয়ে পড়ে বাঘশাবক দু’টি। বন দফতর খবর পেয়েই শাবক দু’টিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটি মধ্যপ্রদেশের সিওনি জেলার।
কানহা বাঘ সংরক্ষণ কেন্দ্র জানিয়েছে, শাবক দু’টির বয়স ৪-৬ মাস। ঠিক মতো খেতে না পেয়ে দুর্বল হয়ে পড়েছিল। প্রায় এক সপ্তাহ ধরে অভুক্ত ছিল। মঙ্গলবার শাবক দু’টি সিওনির একটি গ্রামে ঢুকে প়ড়ে। বাঘের শাবক দু’টিকে দেখামাত্রই গ্রামবাসীদের ক্ষোভ তাদের উপর গিয়ে পড়ে। পাথর ছুড়ে জখম করা হয় শাবক দু’টিকে। কী ভাবে গ্রামে ঢুকে পড়েছিল তা খতিয়ে দেখছে বন দফতর।
This is Sick!Villagers pelted stones and injured tiger cubs in Seoni dist of MadhyaPradesh.The cubs were at a pond to quench their thirst when this inhuman act happened. @CMMadhyaPradesh action must be taken against all those involved. @RandeepHooda @byadavbjp @rameshpandeyifs pic.twitter.com/lKNoeLQRaD
— Forests And Wildlife Protection Society-FAWPS (@FawpsIndia) May 18, 2022
একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে একটি বাঘশাবক খোঁড়াতে খোঁড়াতে হাঁটছে। তার পর পুকুরপাড়েই সেটি লুটিয়ে পড়ল। কানহা বাঘ সংরক্ষণ কেন্দ্রের চিকিৎসক সন্দীপ অগ্রবাল জানিয়েছেন, পায়ে আঘাত লেগেছে শাবক দু’টির। ওদের কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। সুস্থ করে জঙ্গলে ছাড়া হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy