Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

#গ্র্যাভিটিগয়াল, টুইটারে পীযূষ-চর্চা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পরে এ বার তাঁকে নিয়ে শুরু হয়ে যায় রসিকতা। টুইটারে ট্রেন্ডিং হয়ে যায়, #আইনস্টাইন, #নিউটন, #গ্র্যাভিটিগয়াল। 

এই ধরনের মিম-ই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই ধরনের মিম-ই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৯
Share: Save:

বাচ্চা তার বাবার কাছে ১০০০ টাকা চাইছে। বাবা জানতে চাইলেন, কেন? খুদের উত্তর, ‘‘২০০ টাকা বাসের ভাড়া আর ৪০০ টাকা বই কেনার জন্য।’’ বাবার প্রশ্ন, ‘‘তা হলে তো ৬০০ টাকা হয়?’’ ছেলের জবাব, ‘‘অঙ্ক নিয়ে ভেবো না। আইনস্টাইনকে মাধ্যাকর্ষণ আবিষ্কার করতে অঙ্ক কোনও সাহায্য করেনি!’’

এমন অজস্র টুকরো মজা বৃহস্পতিবার বিকেল থেকে ভেসে বেড়াল সোশ্যাল মিডিয়ায়। সৌজন্যে বিজেপি সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। সরকারের সপক্ষে যুক্তি দিতে গিয়ে পীযূষ বলে বসেন, মাধ্যাকর্ষণ আবিষ্কার করার জন্য আইনস্টাইনকে অঙ্ক কোনও সাহায্য করেনি! ব্যস, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পরে এ বার তাঁকে নিয়ে শুরু হয়ে যায় রসিকতা। টুইটারে ট্রেন্ডিং হয়ে যায়, #আইনস্টাইন, #নিউটন, #গ্র্যাভিটিগয়াল।

নেটিজেনরা প্রশ্ন তোলেন, আইনস্টাইন যদি মাধ্যাকর্ষণ আবিষ্কার করে থাকেন, তা হলে নিউটন কী করছিলেন? প্রধানমন্ত্রী মোদী-সহ বিজেপি নেতাদের নানা প্রসঙ্গে জওহরলাল নেহরুর প্রসঙ্গ তোলাকে এই সুযোগে খোঁচাও দেন এক জন। তিনি লেখেন, ‘‘বিজেপি-ভক্তরা হয়তো বলবেন নেহরুর মতো নিউটন ওই আবিষ্কারের কৃতিত্ব চুরি করেছিলেন।’’

শিল্পক্ষেত্রে মন্দার বিপক্ষে যুক্তি দিতে গিয়ে গয়াল ওই মন্তব্য করলেও সেই মন্দার রেশ টেনে এনেও অনেকে বিঁধেছেন গয়ালকে। তেমনই এক জনের মন্তব্য, ‘‘হ্যাঁ, আইনস্টাইনই মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন। আর সেই মাধ্যাকর্ষণের টানেই টাকার দাম নীচের দিকে যাচ্ছে।’’ আবার নির্মলার ওলা-উব্‌রের মন্তব্যের প্রসঙ্গ টেনে এনে এক জনের উক্তি, ‘‘অঙ্ক নয়, সার্জ প্রাইসের পর ওলার ভাড়ার পড়া দেখেই আইনস্টাইন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন।’’ নির্মলার সঙ্গে তুলনা টেনে আর এক জনের মন্তব্য, ‘‘আইনস্টাইন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছেন বলার পরে গয়াল বলেন লিওনার্দো ডি ক্যাপ্রিয়ো এঁকেছেন মোনালিসা। নির্মলা এই ভুলের দায় চাপিয়েছেন মিলেনিয়ালদের উপরে।’’

তবে কেবল গয়ালই নন, মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করেছিলেন তা নিয়ে যে অনেকেই নিশ্চিত নন, তা দেখা গিয়েছে গুগল ট্রেন্ডসের হিসেবে। সেখানে দেখা যাচ্ছে, ‘মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করেন’, এই প্রশ্নে বৃহস্পতিবার সন্ধ্যায় গুগল সার্চ করেছেন অনেকেই। সার্চ হয়েছে, ‘পীযূষ গয়াল’, ‘আইনস্টাইন’, ‘নিউটন’ নিয়েও।

অন্য বিষয়গুলি:

Albert Einstein Piyush Goyal Gravity Mathamatics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy