বিভিন্ন ধরনের ধাঁধা প্রায়শই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তার সমাধান করতে এগিয়ে আসা নেটাগরিকদের উৎসাহ চোখে পড়ার মতো। সে রকমই একটি ধাঁধা সম্প্রতি ছড়িয়ে পড়েছে টুইটারে। তা নিয়ে ফের মেতেছে নেটদুনিয়া।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার রমেশ পাণ্ডে নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই ছবি। ছবিতে দেখা যাচ্ছে পাহাড়ের ঢাল। পাহাড়ে পাথরের গায়ে কোথাও কোথাও বরফও দেখা যাচ্ছে। এই পাথরের আড়ালেই লুকিয়ে রয়েছে একটি তুষার চিতাবাঘ (স্নো লেপার্ড)। পাথরের রঙের সঙ্গে চিতাবাঘের গায়ের রং মিশে গিয়েছে। তাই ছবিতে চিতাবাঘটিকে চিহ্নিত করাটাই ধাঁধাঁ। রমেশ ওই চিতাবাঘকে ‘পর্বতের ভূত’ বলে অভিহিত করেছেন। দেখুন সেই পোস্ট—
Phantom cat….!They are called ghost of the mountains.
— Ramesh Pandey (@rameshpandeyifs) July 13, 2021
If you can locate. @ryancragun pic.twitter.com/sG5nMyqM0S
জানা গিয়েছে, আমেরিকার উটার বাসিন্দা রায়ান ক্রাগুন নামের এক ব্যক্তি ক্যামেরা বন্দি করেছিলেন এই দৃশ্য। তার পর থেকেই নেটমাধ্যমে ভাইরাল এই ছবি। চিতাবাঘ খুঁজে না পেলে নীচের পোস্টগুলি দেখুন—
@homphs snow leopard doing a descent pic.twitter.com/2OO6X64EDh
— Ryan Cragun (@ryancragun) July 10, 2021
My gawd I could barely locate it. I had to expand the pic several times.
— Enrique (@EnriqueTheMD) July 13, 2021
It's hard to locate, such a deadly cat.....@rameshpandeyifs https://t.co/KY7nddhARu pic.twitter.com/bbmBXuf8H0
— Ashish Upadhyay (@ashish_yash28) July 14, 2021