ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার চালক। ছবি— এএনআই।
ট্রাকটিকে থামানোর জন্য হাত তুলেছিলেন। কিন্তু থামার পরিবর্তে গতি আরও বাড়িয়ে পুলিশ কনস্টেবলকেই পিষে মারল ট্রাক। গ্রেফতার চালক। ঘটনাটি ঘটেছে গুজরাতের বরসাদে। এই নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশকে পিষে মারার তিন-তিনটি ঘটনা ঘটল।
বুধবার দুপুর ১টা নাগাদ বরসাদে জাতীয় সড়কে কর্তব্য পালন করছিলেন কনস্টেবল কিরণ রাজ। রাজস্থানে নম্বর প্লেট লাগানো একটি ট্রাককে দেখে তাঁর সন্দেহ হয়। ট্রাক থামাতে হাত তোলেন তিনি। কিন্তু থামানোর পরিবর্তে গতি আরও বাড়িয়ে কিরণের উপর চলে আসে ট্রাকটি। চাকায় পিষে মৃত্যু হয় কিরণের।
আনন্দের ডিএসপি অজিত আর বলেন, ‘‘ট্রাক চালককে চিহ্নিত করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।’’
Gujarat| A fatal attack on a police constable has come to light in Borsad; a suspicious truck from Rajasthan mowed policeman Kiran Raj at 1am, as he was trying to stop it. Truck driver fled away. Policeman died during treatment. Driver identified; probe underway: Anand DSP Ajit R pic.twitter.com/ym59OxltPp
— ANI (@ANI) July 20, 2022
এর আগে রাঁচীতে একটি গাড়িকে থামাতে বললে, একই ভাবে গতি বাড়িয়ে গাড়িটি সাব ইনস্পেক্টর সন্ধ্যা টোপনোর উপর তুলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্ধ্যার। ঘটনায় ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হরিয়ানায় খনি মাফিয়াদের ধরতে গিয়ে পাথর বোঝাই ডাম্পারের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক ডিএসপির।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy