আগরতলায় বিজেপি কর্মী-সমর্থকদের উল্লাস। ছবি: পিটিআই।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, “ঐতিহাসিক দিন। সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই। রাজ্যেক সংস্কৃতি, ঐতিহ্যকে যে ভাবে পদদলিত করা হচ্ছিল তারই উত্তর দিয়েছেন ত্রিপুরাবাসী।”
মোট ৩৩৪টি আসনের মধ্যে ৩২৯টিতে জিতেছে বিজেপি।
২২২টি আসনে ভোট হয়। তার মধ্যে ধর্মনগরে ২৫টি আসনের মধ্যে সবক’টিতেই জয়ী বিজেপি। পানিসাগরে ১২টি আসনে জিতেছে বিজেপি। একটি পেয়েছে সিপিএম। কুমারঘাটে সবক’টি (১৫ আসন) আসনই জিতেছে বিজেপি। আমবাসায় ১৫টি আসনের মধ্যে ১২টিতে বিজেপি, তৃণমূল, সিপিএম এবং ত্রিপুরামোথা একটি করে আসন জিতেছে। এ ছাড়া তেলিয়ামুড়া (১৫ আসন), সোনামূড়া(১৩ আসন), অমরপুর(১৩ আসন), বিলোনিয়া(১৩ আসন)-তে সবক’টি আসনেই জয়ী গেরুয়া শিবির।
ত্রিপুরায় @AITCofficial -এর মাত্র দু মাসের সংগঠনকে ঠেকাতে এত হামলা, মামলা, তান্ডব।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 28, 2021
তার পরেও বহু ওয়ার্ডে দ্বিতীয় তৃণমূল। আমবাসা ওয়ার্ডে জয়।
এত মানুষের ভোট।
ত্রিপুরা নির্বাচন কমিশন ও পুলিশ দলদাস।
পূর্ণ তথ্যের অপেক্ষায় আছি।
দলের লড়াই আর মানুষের সমর্থনকে ধন্যবাদ।
2023 আমাদের।
ত্রিপুরার পুরভোটের ফল নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের টুইট করেন, ‘ত্রিপুরায় তৃণমূলের দু’মাসের সংগঠনকে ঠেকাতে এত হামলা, মামলা এবং তাণ্ডব চালানো হয়েছে। তার পরেও বহু ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে তৃণমূল। আমবাসা ওয়ার্ডে জিতেছে দল। দলের লড়াই আর মানুষের সমর্থনকে ধন্যবাদ।’
পরে আরও একটি টুইট করেন, ‘হামলা, মামলা, তাণ্ডব করে ছাপ্পা ভোটের পুরবোর্ড গড়ছে বিজেপি। আর মানুষের মন জয় করেছে তৃণমূল। ২০২৩-এ তৃণমূলের জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল।’
ত্রিপুরার ভোট প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বাংলায় তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য নো ভোট ফর বিজেপি অভিযান চালিয়েছিল। আজও কলকাতার বিভিন্ন ফ্লাইওভারে এই পোস্টার দেখা যায়। স্বাভাবিক ভাবেই সেই নো ভোট ফর বিজেপি প্রচার কাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য চালিয়েছিল সিপিএম, সেটা আগে তারা ঠিক করুক। তার পর না হয় ত্রিপুরা নিয়ে ভাববে।”
Heartiest congratulations to @BJP4Tripura & Hon’ble CM @BjpBiplab for registering landslide victory in Agartala Corporation & all other Nagar Panchayats and Municipalities. We are grateful to the people of Tripura for wiping out the corrupt & fascist Tolamool party of Bengal.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 28, 2021
পুরভোটে জয়ের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন শুভেন্দু। তিনি লেখেন, ‘পুরভোটে বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য হার্দিক অভিনন্দন। পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত দল তৃণমূলকে পরাজিত করার জন্য ত্রিপুরার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ।’
বামেদের হাতছাড়া আগরতলা কর্পোরেশন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি।
আগরতলা পুরসভার ৫১টি ওয়ার্ডে জয়ী বিজেপি। ২৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল।
খোয়াই পুর পরিষদে ১৫টি আসনের সবক’টিতেই জয়ী বিজেপি। ৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তারা।
আমবাসায় পুর পরিষেদের ১৫টি আসনের মধ্যে ১২টিতে জয়ী বিজেপি। একটি করে আসন পেয়েছে তৃণমূল এবং সিপিএম।
বিলোনিয়া পুর পরিষদে সবক’টি আসনে জয়ী বিজেপি। এই পুর পরিষদে ১৬টি আসন।
সাব্রুম নগর পঞ্চায়েতের ৯টি আসনের মধ্যে সবক’টিতেই জয়ী বিজেপি।
আগরতলা কর্পোরেশনের ২০টি ওয়ার্ডে জয়ী বিজেপি। ১, ২, ৮, ৫, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ৩৫, ৩৬, ৩৭, ৩৮ নম্বর ওয়ার্ডে জিতেছে বিজেপি।
৬টি নগর পঞ্চায়েতের মধ্যে তিনটিতে এগিয়ে বিজেপি। ১৩টি পুরসভার মধ্যে বিজেপি এগিয়ে ৫টিতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy