কচ্ছপকে জিভ ভেঙানোর মজা হাড়ে হাড়ে টের পেলেন এক যুবক। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, হাতে একটি কচ্ছপ তুলে মুখের সামনে ধরে বার বার জিভ বার করে ভেঙাচ্ছেন এক যুবক। তার পরের ঘটনা শিউরে ওঠার মতো।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, তিন-চার বার কচ্ছপের মুখের সামনে জিভ বার করতেই আচমকা কামড়ে ধরল কচ্ছপটি। টানাটানি করে জিভ ছাড়ানোর চেষ্টা করতে দেখা যায় যুবককে। তার পরই ভিডিয়োটি শেষ হয়ে যায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
Brilliant 🙄pic.twitter.com/9c2XSf2rEr
— Vicious Videos (@ViciousVideos) November 17, 2022
আরও পড়ুন:
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই অনেকে যুবককে তাঁর কর্মকাণ্ডের জন্য কটাক্ষ করেছেন। কেউ কেউ বলেছেন, “যেমন কর্ম, তেমন ফল।” আবার অনেকে বলেছেন, কোনও পশুকে বিরক্ত করলে এমন শিক্ষাই পাওয়া উচিত। নেটাগরিকদের একাংশ আবার যুবকের এই কাজে ক্ষোভ প্রকাশ করে ‘উচিত শিক্ষা’ বলে উল্লেখ করেছেন।
‘ভিসিয়াস ভিডিয়োস’ নামে টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ৮৮ হাজার বার ভিডিয়োটি দেখেছেন নেটাগরিকরা। ভিডিয়ো ভাইরাল হতেই ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে।