Advertisement
২৯ ডিসেম্বর ২০২৪
News Of The Day

মনমোহনের শেষকৃত্য ও স্মৃতিসৌধ ঘিরে কংগ্রেস-বিজেপি বিতর্ক। হিম দুর্যোগ হিমাচলে। আর কী কী নজরে

নয়াদিল্লির নিগমবোধ শ্মশানে শনিবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। কেন নির্দিষ্ট স্মৃতিসৌধে মনমোহনের শেষকৃত্য হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৬:২৮
Share: Save:

মনমোহনের শেষকৃত্য ও স্মৃতিসৌধ ঘিরে কংগ্রেস এবং বিজেপির বিতর্ক

নয়াদিল্লির নিগমবোধ শ্মশানে শনিবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। কেন নির্দিষ্ট স্মৃতিসৌধে মনমোহনের শেষকৃত্য হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। রাহুল গান্ধী সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে মনমোহনকে অপমান করার অভিযোগ তোলেন। এই আবহেই শেষকৃত্যে কী ভাবে মনমোহনের প্রতি ‘অশ্রদ্ধা’ প্রদর্শন করা হয়েছে এবং শ্মশানে কী কী ‘অব্যবস্থা’ ছিল, ৯ দফায় তার ব্যাখ্যা দিয়েছেন দলের মুখপাত্র পবন খেরা। কেন্দ্রের তরফে এখনও এই বিষয়ে মুখ না-খোলা হলেও বিজেপি ‘এই ধরনের রাজনীতি’ করা থেকে কংগ্রেসকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এই বিতর্কের জল কত দূর গড়ায় এবং কোন দিকে যায়, সে দিকে আজ নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

হিমাচলে হিম দুর্যোগ, খুলবে কি অটল টানেল

হিমাচল প্রদেশে আগামী ৪৮ ঘণ্টায় ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গত দু’দিন ধরে তুষারপাতের জেরে কুলু, মানালি এবং সোলাং উপত্যকায় কয়েক হাজার পর্যটক আটকে ছিলেন। তুষারপাতের কারণে এক সপ্তাহ ধরে অটল টানেলে যান চলাচল বন্ধ। ১৫ কিলোমিটার দীর্ঘ পথ কয়েকশো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে। আজ হিমাচলের দুর্যোগ পরিস্থিতি কেমন থাকে, নজর থাকবে সে দিকে।

নজরে দিল্লির কুর্সি, প্রথম সভা মোদীর

আগামী বছরে দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। আজ দিল্লিতে নির্বাচনী প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির রোহিনীতে আজ একটি জনসভায় বক্তৃতা করার কথা রয়েছে তাঁর। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে দিল্লিতে ভোটের প্রচারে উত্তাপ বৃদ্ধি করতে মরিয়া বিজেপি। গত লোকসভা নির্বাচনে দিল্লিতে সাতে সাত পেয়েছে বিজেপি। আসন সমঝোতা নিয়ে আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেসের টানাপড়েন চললেও শেষ পর্যন্ত জোট বেধেই লোকসভা ভোটে লড়েছিল তারা। তবে একটি আসনেও জিততে পারেনি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আপ এবং কংগ্রেসের মধ্যে এখনও পর্যন্ত সমঝোতার কোনও ইঙ্গিত নেই। বরং একে অন্যের দিকে অভিযোগ, পাল্টা অভিযোগ তুলে যাচ্ছে দুই দল। আপ-কংগ্রেসের এমন দৃশ্যত টালমাটাল অবস্থায় আজ ভোটের প্রচার শুরু করছেন মোদী।

বাঘিনি জ়িনত বনাম রাজ্যের বন দফতর

শনিবার বাঁকুড়ার জঙ্গলে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা যায়নি জ়িনতকে। গুলি বাঘিনির শরীরে বিঁধেছে কি না, তা স্পষ্ট নয়। বন দফতর সূত্রে খবর, গুলি ছোড়ার পরেই জ়িনত আবার জঙ্গলের ভিতর কোথাও লুকিয়ে গিয়েছিল। তার পর সন্ধ্যা নেমে যাওয়ায় জঙ্গল ঘিরে ফেলে জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে জ়িনতকে খাঁচাবন্দি করার চেষ্টা চালিয়েছিল বন দফতর। তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত অধরাই থেকে গিয়েছে ওড়িশা থেকে আসা বাঘিনি। আজ কি সে ধরা পড়বে, নজর থাকবে সে দিকে।

পারদ নামবে? বর্ষশেষে কি পড়তে পারে শীত

উত্তুরে হাওয়ায় পারদপতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বছরের একেবারে শেষ লগ্নে এবং নতুন বছরের শুরুতে ফিরতে পারে শীত। তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি বেশি। আজ সেই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেও আভাস হাওয়া অফিসের।

অন্য বিষয়গুলি:

News of the Day manmohan singh Tigress Zeenat Winter PM Narendra Modi himachal pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy