বদরীনাথের কাছে তুষারধস, প্রতি পদে বাধা, শ্রমিকদের উদ্ধার করা হচ্ছে কী ভাবে
ছয় থেকে সাত ফুট পুরু বরফের চাদর। প্রতিকূল আবহাওয়া। দৃশ্যমানতা খুবই কম! উত্তরাখণ্ডের বদরীনাথের কাছে মানা গ্রামে তুষারধসের ঘটনায় উদ্ধারকাজ বার বার বাধা পাচ্ছে। সেখানে এখনও আটকে ২৫ জন শ্রমিক! রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। একই সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)-এর সদস্যেরা। উদ্ধারকাজের নেতৃত্বে রয়েছে আইটিবিপি। নামানো হয়েছে ভারতীয় সেনাও। প্রতিকূলতার কারণে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ সম্ভব হয়নি শুক্রবার। প্রথম থেকেই গোটা পরিস্থিতির উপর নজর রেখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ রাখছে ধামীর প্রশাসন। আজ আটকে থাকা শ্রমিকদের কী ভাবে উদ্ধার করা হয়, সেই খবরের দিকে নজর থাকবে।
বাংলাদেশে নতুন রাজনৈতিক দল এগোবে কোন পথে
শুক্রবার ঢাকার মানিক মিয়াঁ অ্যাভিনিউয়ের মঞ্চে আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক পার্টি’। কোরান, গীতা, বাইবেল পাঠ করে নতুন দলের পথ চলা শুরু হয় বাংলাদেশে। সেই দলের আহ্বায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে নাহিদ ইসলামকে। তাঁকে সামনে রেখে নতুন দলে ১৫১ জন সদস্যের কমিটির কথা ঘোষণা করা হয়েছে। আত্মপ্রকাশের দিনই নাহিদের মুখে শোনা গিয়েছে, ঐক্য, ন্যায়বিচারের কথা। তিনি আশাবাদী, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কোন পথে এগোয় বাংলাদেশের নতুন রাজনৈতিক দল, নজর থাকবে।
পানাগড়কাণ্ডের তদন্তে নতুন কোন কোন তথ্য পেল পুলিশ
পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বাবলু যাদব নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সুতন্দ্রার গাড়ির সঙ্গে যে সাদা গাড়িটির রেষারেষি হয়েছিল, সেই গাড়িটি চালাচ্ছিলেন বাবলুই। তাঁকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে দুর্গাপুর আদালত। কিন্তু বাবলুর সঙ্গে ঘটনার সময় গাড়িতে আর যাঁরা ছিলেন তাঁরা এখনও অধরা কেন সেই প্রশ্ন তুলেছেন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। পানাগড়কাণ্ডের তদন্তের দিকে আজ নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
ফ্ল্যাট কিনতে সুমিতাকে খুন! ট্রলি-কাণ্ডের তদন্ত কোন পথে
স্ত্রী ফাল্গুনী ঘোষ এবং শাশুড়ি আরতি ঘোষ মিলে খুন করেছেন তাঁর বিধবা পিসিকে! তার পর দেহ খণ্ড খণ্ড করে কেটে ট্রলি ব্যাগে ভরে গঙ্গায় ফেলতে গিয়েছিলেন। এমন দাবি করলেন ফাল্গুনীর স্বামী। উঠে আসছে পরকীয়ার ‘তত্ত্ব’ও। কোন পথে মধ্যমগ্রাম-কাণ্ডের তদন্ত, নজর থাকবে।
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বাড়বে তাপমাত্রা, কবে থেকে
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকের পর থেকে দু’দিনে তাপমাত্রা বাড়তে পারে আরও দুই থেকে তিন ডিগ্রি।
‘ভুয়ো’ ভোটার খুঁজতে আজই মাঠে ফিরহাদ
ভোটার তালিকায় ‘ভুয়ো’ নামের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে ‘ভুয়ো’ ভোটার চিহ্নিত করার কাজে তৃণমূলকে সক্রিয় হতে নির্দেশও দিয়েছেন তিনি। নির্দেশ মেনে আজ, শনিবার থেকেই মাঠে নামছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নিজের ৮২ নম্বর ওয়ার্ড থেকেই সেই কাজ শুরু করছেন। দলের কর্মীদের সঙ্গে নিয়ে আজ থেকেই বাড়ি বাড়ি গিয়ে ‘ভুয়ো’ ভোটার তালিকা মিলিয়ে দেখবেন ফিরহাদ।