টুইটারে মমতা, অভিষেককে ধন্যবাদ তৃণমূল মুখপাত্র সাকেতের। — ফাইল ছবি।
ইডির মামলায় তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। অতঃপর টুইটারেও ফিরলেন তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে। দীর্ঘদিন বাদে নিজের পোস্টে তিনি ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। লিখেছেন, ‘‘মাথানত করা আমাদের ডিএনএ-তে নেই।’’
Statement:
— Saket Gokhale (@SaketGokhale) May 12, 2023
I’m back after spending 4.5 months in Ahmedabad Central Jail.
Why?
Because the Gujarat Police & the ED unleashed on me by the BJP arrested me in a case of Rs. 500. filed by a Gujarat Govt official claiming to be a donor.
(1/10)
গত বছরের ২৯ ডিসেম্বর দিল্লি থেকে একটি আর্থিক তছরুপের মামলায় সাকেতকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। গত ১৭ এপ্রিল তাঁকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। তার পর থেকেই জল্পনা ছিল, তথ্য জানার অধিকার আইনের সেনানী সাকেত কবে টুইটারে ফিরবেন। শেষ পর্যন্ত টুইটারেও ফিরলেন তিনি। আর ফিরেই দাবি করলেন, মমতা, অভিষেকের নেতৃত্বে যে দল তিনি করেন, ক্ষমতাসীনের কাছে মাথানত করা তার ডিএনএ-তে নেই। পাশাপাশি সাকেতের দাবি, ১৩০ দিন তাঁকে অন্যায় ভাবে জেলে আটকে রাখা হলেও তিনি বিজেপির অন্যায়ের বিরুদ্ধে একই ভাবে আওয়াজ তুলে যাবেন। তাঁর আরও অভিযোগ, জেলে থাকাকালীন তাঁর উপর চার বার হামলা হয়েছে কিন্তু তিনি পিছিয়ে যাননি।
একই সঙ্গে তাঁর কটাক্ষ, অনেকেই মনে করেছিলেন ‘ওয়াশিং মেশিন’ নেতাদের মতো তিনিও দুর্বল মানসিকতার পরিচয় দিয়ে আপসের পথে যাবেন। এ ছাড়াও বর্তমান মামলা নিয়েও নিজের মতামত লিখেছেন সাকেত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy