Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Derek O Brien

TMC: বাংলায় যা হয়েছে এ বার দেশ জুড়ে তা হবে, রাজ্যসভায় বার্তা ডেরেকের

গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সভায় অনুপস্থিত, সে প্রশ্নও তুলেছেন তৃণমূলের রাজ্যসভার নেতা।

ডেরেক ও’ব্রায়েন।

ডেরেক ও’ব্রায়েন। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ২০:০৮
Share: Save:

নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ তুললেন ডেরেক ও’ব্রায়েন। বুধবার রাজ্যসভায় ওবিসি বিল নিয়ে বির্তকে অংশ নিয়ে তৃণমূলের এই সাংসদ বলেন, ‘‘সরকারের কাছে আমার অনুরোধ, আমাদের (বিরোধীদের) পরামর্শ নিন। তাড়াহুড়ো করতে যাবেন না। আচরণে বদল আনুন। না হলে বাংলায় যা ঘটেছে, গোটা দেশে তা ঘটবে।’’

রাজ্য সরকারগুলিকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় (ওবিসি)-এর তালিকা তৈরির ক্ষমতা দিতে ১২৭ তম সংবিধান সংশোধনী বিল এনেছে কেন্দ্র। পেগাসাস-কাণ্ড নিয়ে সঙ্ঘাতের আবহেও তৃণমূল, সিপিএম, কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এই বিল পাশে সরকারের পাশে দাঁড়িয়েছে। মঙ্গলবার বিলটি লোকসভায় পাশ হয়।

বুধবার রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক এই বিল নিয়ে আলোচনার সময় প্রশ্ন তোলেন, ‘‘কেন এখনও জাতভিত্তিক সুমারি হয়নি দেশে?’’ পাশাপাশি, এমন একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সভায় অনুপস্থিত, সে প্রশ্নও তোলেন তিনি। প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন বিল পাশে মোদী সরকারের বিরুদ্ধে সংসদীয় রীতি-বিরুদ্ধ দ্রততা দেখানোর অভিযোগ তুলেছিলেন ডেরেক। বলেছিলেন,‘‘দেশের সংসদে আইন পাশ হচ্ছে, না পাপড়ি চাট বানানো হচ্ছে!’’

ওবিসি বিল নিয়ে বিতর্কে ডেরেকের বক্তব্যে পেগাসাস-কাণ্ড এবং ত্রিপুরার সাম্প্রতিক ঘটনার কথাও এসেছে। গ্রিক পুরাণের প্রসঙ্গ তুলে মোদীর উদ্দেশে ডেরেকের খোঁচা, ‘‘আমাদের প্রধানমন্ত্রী অলিম্পিক্সের মহাল আদর্শে বিশ্বাসী। এখন এক অলিম্পিক দেবতা রয়েছেন। সেনা, সংবাদমাধ্যম, বিচারব্যবস্থা, আন্দোলনকর্মী, বিরোধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বত্রই তাঁর উপস্থিতি। কারণ, পেগাসাস অলিম্পিকের দেবতা পোসেইডনের ছেলে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy