শিকার ধরার ভ্রুক্ষেপই নেই বাঘের। ছবি সৌজন্য টুইটার।
এক জন শিকার। অন্য জন শিকারি। কিন্তু শিকারির যেন কোনও ভ্রুক্ষেপই নেই শিকারকে নিয়ে। শিকারকে দেখেও মুখ ঘুরিয়ে চলে গেল সে।
এখানে বাঘ আর হরিণের কথা বলা হচ্ছে। সাধারণত যে হরিণ বাঘের প্রিয় খাদ্যের মধ্যে একটি, সেই প্রিয় খাদ্যকে ছেড়ে নিজের মতো উল্টো দিকে হাঁটতে দেখা গেল বিশালাকার সেই বাঘটিকে।
Tigers are truly economical in killing their preys. They don’t kill just for the sake of killing. #TeraiTales #wildlife pic.twitter.com/BTDFNDJJLB
— Ramesh Pandey (@rameshpandeyifs) September 28, 2022
অন্য দিকে, শিকারকে দেখে থমকে দাঁড়িয়ে গিয়েছিল হরিণ। ভিডিয়োতে প্রথমে একটি হরিণকে দেখা গেল। গাছের আড়াল থেকে রাস্তায় বেরিয়ে এসে বাঘকে থেকেই থমকে গিয়েছিল সেটি। কিন্তু তাদের দিকে বাঘ ঘুরে তাকাচ্ছে না দেখে আরও একটি হরিণকে বেরিয়ে আসতে দেখা গেল। তার পর নির্ভয়ে হরিণ দু’টিও হাঁটতে হাঁটতে চলে গেল।
একই জায়গায় বাঘ আর হরিণ ঘুরে বেড়ানো সত্ত্বেও পুরো উল্টো ছবি ধরা পড়ল। ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করেছেন বনাধিকারিক রমেশ পাণ্ডে। ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘শিকারের বিষয়ে বাঘ একটু সংযমী বটে। শুধুমাত্র মারার জন্যই তারা হামলা করে না।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy