বাঘের পেটে ৯ বছরের বালিকা। — প্রতীকী ছবি।
ধান কাটতে গিয়ে বাঘের পেটে গেল বালিকা। ঘটনাস্থল মধ্যপ্রদেশের শাহদোল জেলা। এই ঘটনায় এলাকায় ত্রাস ছড়িয়ে পড়েছে। ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন মানুষ।
জানা গিয়েছে, শাহদোলের জয়সিংহনগরে দিদা ও দিদির সঙ্গে মাঠে ধান কাটছিল ৯ বছরের পূণম গোন্দ। সেই সময়ই বাঘ এসে তুলে নিয়ে যায় তাকে। পরে জঙ্গলের মধ্যে আধখাওয়া দেহ উদ্ধার হয়।
পূণমের দিদা তেরাসিয়া গোন্দ বলেন, ‘‘আমি নাতনিদের নিয়ে মাঠে ধান কাটছিলাম। দুপুর তখন আড়াইটে হবে। আমি পূণমের কান্নার আওয়াজ পেয়ে ভেবেছিলাম কাটারি দিয়ে হাত কেটে ফেলেছে। তাই কাঁদছে। কিন্তু পিছন ঘুরে দেখি, একটা আস্ত বাঘ মুখে করে পূণমকে নিয়ে জঙ্গলের দিকে দৌড়চ্ছে। আমি চিৎকার করে পূণমকে ছাড়ানোর চেষ্টা করি। কিন্তু বাঘটি ওকে নিয়েই বনে ঢুকে যায়।’’
শাহদোলের ডিভিশনাল বনাধিকারিক গৌরব চৌধরি জানিয়েছেন, জয়সিংহনগর ফরেস্ট রেঞ্জে বান্ধবগড় টাইগার রিজার্ভের তিন-চারটি বাঘ ঘুরে বেড়ায়। কিন্তু মানুষের উপর বাঘের হামলার ঘটনা এই প্রথম ঘটল। বন দফতরের একটি দল মানুষখেকো বাঘটিকে চিহ্নিত করার চেষ্টা করছে বলেও জানান তিনি।
এ দিকে বাঘের হানার খবর ছড়িয়ে পড়তেই আশঙ্কার বাতাবরণ এলাকায়। সাধারণ মানুষ বাড়ি ছেড়ে বেরোতেও ভয় পাচ্ছেন। সাম্প্রতিক কালে অনেক বার বাঘের দেখা মিললেও মানুষের উপর হামলার কথা মনে করতে পারছেন না এলাকার বয়স্করাও। ফলে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
বন দফতরের তরফ থেকে পূণমের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy