কাজের মাঝে প্রকৃতির ডাক এসেছিল। তা কোনও ভাবেই এড়াতে পারেননি রেলের টিকিট বুকিং ক্লার্ক। তাই টিকিটঘরের বাইরে নিজে হাতে লেখা বোর্ড ঝুলিয়ে দিলেন তিনি।
কী লেখা আছে সেই বোর্ডে?
ওই বুকিং ক্লার্ক টিকিটঘরের বাইরে লিখে গিয়েছিলেন, ‘‘বাথরুম থেকে আসছি।’’ হাতে লেখা সেই বোর্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ১৫ সেকেন্ডের সেই ভিডিয়ো দেখে নানা জনে নানা মন্তব্য করছেন।
Patna Junction
— Aye Himanसू ® (@4mlvodka) August 30, 2022pic.twitter.com/T8MOLR3APJ
আরও পড়ুন:
-
প্রধানমন্ত্রী পদে নীতীশের নাম প্রস্তাব করবেন? প্রশ্ন শুনেই উঠতে উদ্যত নীতীশের হাত চেপে ধরলেন কেসিআর
-
সকালে চোখের সামনে থাকলেও রাতে স্রেফ গায়েব! বিজ্ঞানীদের কাছেও ধাঁধা এই রহস্যময় গ্রাম
-
মুম্বইয়ে এ বার রেস্তরাঁ খুলবেন বিরাট কোহলী, লিজ নিলেন প্রয়াত গায়ক-অভিনেতার জুহুর বাংলো
-
মিড-ডে মিলে দেদার গরমিল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে! স্কুলে গিয়ে ধরে ফেললেন বিডিও
জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়োটি পটনা স্টেশনে তোলা হয়েছে। সেখানকার এক টিকিট বুকিং ক্লার্ক এই কাণ্ড করেছেন। সারা দিনের কাজের মাঝে তাঁর একটু বিরতির দরকার হয়েছিল। শৌচকর্ম করতে উঠে যেতে হয়েছিল কিছু ক্ষণের জন্য। এই সময়টুকুর মধ্যে যদি কেউ টিকিট কাটতে আসেন, তাঁদের জন্য ওই বোর্ড ঝোলানোর ব্যবস্থা করেছিলেন তিনি।
টিকিট কাটতে এসে কাউন্টার ফাঁকা পান এক যাত্রী। তখন তাঁর চোখে পড়ে হাতে লেখা সেই বোর্ড। দেখে সঙ্গে সঙ্গে ভিডিয়ো করেন তিনি। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ভিডিয়ো দেখে কেউ কেউ ওই বুকিং ক্লার্কের সততার প্রশংসা করেছেন। কেউ কেউ আবার বলেছেন, ‘‘এতটাও সৎ হওয়ার দরকার ছিল না।’’ বুকিং ক্লার্কের কাণ্ড দেখে সকলেই দারুণ মজা পেয়েছেন।