Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Infiltrators

কুপওয়ারায় অনুপ্রবেশ ভেস্তে দিল সেনা, গুলিতে নিহত তিন জঙ্গি, কাশ্মীরে অশান্তি ছড়ানোই ছিল উদ্দেশ্য!

সেনা সূত্রে জানা গিয়েছে, বিশেষ সূত্র মারফত খবর পেয়ে কেরান সেক্টরে অভিযান চালায় সেনাবাহিনী। কোন কোন পথে অনুপ্রবেশ ঘটতে পারে, তা আঁচ করে তল্লাশি চালানো হয়। তাতেই রুখে দেওয়া হয় অনুপ্রবেশ।

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ২০:০৪
Share: Save:

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল ভারতীয় সেনাবাহিনী। তাদের গুলিতে নিহত তিন জঙ্গি। সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গি ভারতীয় ভূখণ্ডে অশান্তির তৈরির উদ্দেশ্যে অনুপ্রবেশ করেছিল। কুপওয়ারা জেলার কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় শনিবার গভীর রাতে এই কাণ্ড হয়েছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, বিশেষ সূত্র মারফত খবর পেয়ে কেরান সেক্টরে অভিযান চালায় সেনাবাহিনী। কোন কোন পথে অনুপ্রবেশ ঘটতে পারে, তা আঁচ করে তল্লাশি চালানো হয়। তাতেই রুখে দেওয়া হয় অনুপ্রবেশ। কেরান সেক্টরের ২৬৮তম ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার এনআর কুলকার্নি জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হচ্ছিল। ওই অনুপ্রবেশকারীরা এলাকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছিল বলে খবর মিলেছিল। অমরনাথ যাত্রাকে মাথায় রেখে এ সব করার চেষ্টা চলছিল বলে অনুমান। ব্রিগেডিয়ার কুলকার্নি আরও জানিয়েছেন, ১২ তারিখ গোয়েন্দারা সতর্ক করে জানিয়েছিলেন, কেরান সেক্টর দিয়ে বিদেশি জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারে। ওই এলাকায় রয়েছে ঘন জঙ্গল। সেখানে গা ঢাকা দিতে পারে অনুপ্রবেশকারীরা।

তার পরেই সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), জম্মু ও কাশ্মীর পুলিশ শনিবার রাত থেকে তল্লাশি অভিযান শুরু করে। ব্রিগেডিয়ার কুলকার্নি জানিয়েছেন, অন্ধকার এবং ঘন জঙ্গলের সুযোগ নিয়ে জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। তখনই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি এ-ও জানিয়েছেন, ওই জঙ্গিদের সঙ্গে প্রচুর অস্ত্র ছিল। তারা অস্ত্রচালনায় প্রশিক্ষিতও ছিল। ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্রও উদ্ধার হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Infiltrators army Terrorist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE