তিন...দুই...এক। বাকি দুই সঙ্গীকে সাহায্যের পর এ ভাবেই একা পড়ে থাকল তৃতীয় পিঁপড়ে। ছবি: সৌজন্য টুইটার।
মানুষকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। কিন্তু অনেক সময় ছোট ছোট প্রাণীদের কাছ থেকেও অনেক কিছু শিক্ষনীয় থাকে। তেমন অনেক নিদর্শন আমাদের আশপাশে মাঝেমধ্যেই ধরা পড়ে। সেই বিষয়কে বেশির ভাগ ক্ষেত্রে হয়তো আমরা কোনও গুরুত্বই দিই না বা তলিয়ে দেখি না। তবে এই ধরনের বিষয়কে একটু তলিয়ে দেখলে বোঝা যাবে, অন্যান্য জীবের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি লোহার দণ্ডের শেষ প্রান্তে তিনটি পিঁপড়ে। সেই দণ্ডের ঠিক উপরে একটি পাতা দেখা যাচ্ছে। পিঁপড়েদের লক্ষ্য সেই পাতায় ওঠা। লক্ষ্যভেদ করতে দুই ‘বন্ধু’ পিঁপড়েকে সাহায্য করছে তৃতীয় পিঁপড়ে। তার ঘাড়ে ভর করে প্রথম পিঁপড়েটি উঠে গেল। দ্বিতীয় পিঁপড়েটিও তৃতীয় জনের সাহায্যে পাতায় উঠল। পড়ে থাকল ‘সাহায্যকারী বন্ধু’।
This is the saddest movie ever made pic.twitter.com/UmEjS1Fpip
— Ben Phillips (@benphillips76) October 20, 2021
দু’জনকে পার করে দিল তৃতীয় জন। তা হলে বাকি দু’জনের উচিত ছিল তৃতীয় জনকে সাহায্য করার। কারণ পিঁপড়ে হল দলবদ্ধ প্রাণী। কিন্তু না, যে সাহায্য করল, তাকে আর টেনে তোলার চেষ্টাও করল না বাকি দু’জন। তৃতীয় জন প্রত্যাশার চোখে উপরে তাকিয়ে রইল। একাকী, নিঃসঙ্গ। এই গল্পের নীতি কী হতে পারে তা নিশ্চয়ই আর ভেঙে বলতে হবে না!
ভিডিয়োটি পোস্ট করেছেন বেন ফিলিপস নামে এক টুইটার গ্রাহক। ক্যাপশনে লিখেছেন, ‘এখনও পর্যন্ত এটিই বিশ্বের সবচেয়ে বেদনাদায়ক চলচ্চিত্র।’ দেখুন তো, এর সঙ্গে আপনার জীবনের ঘটে যাওয়ার কোনও ঘটনার মিল খুঁজে পাচ্ছেন কি না!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy