সোনা পাচারের অভিযোগে লখনউ বিমানবন্দরে আটক করা হয়েছিল ৩০ জনকে। কিন্তু বিশৃঙ্খলার সুযোগ নিয়ে চম্পট দিল তাঁদের প্রত্যেকেই। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। কী ভাবে ওই ৩০ জন পালিয়ে যেতে পারলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
সোনা পাচার নিয়ে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযানে নেমেছিল পুলিশ এবং অভিবাসন দফতর। গত সোমবার রাজস্ব বিভাগ এবং অভিবাসন দফতরের তল্লাশি অভিযানে লখনউয়ের চৌধরি চরণ সিংহ বিমানবন্দরে নামা ৩৬ জন যাত্রীকে আটকানো হয়। জিজ্ঞাসাবাদের পর ৩০ জনকে আটক করে বাকিদের ছেড়ে দেওয়া হয়। ওই যাত্রীরা প্রত্যেকেই সংযুক্ত আরব আমিরশাহির শারজা থেকে ফিরছিলেন।
আরও পড়ুন:
মঙ্গলবার ৩০ জনকে যখন ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন যাত্রীদের এক জন হঠাৎ অসুস্থতার ভান করেন বলে অভিযোগ। সংজ্ঞা হারিয়ে তিনি পড়ে যান। তার পরই বিশৃঙ্খলা তৈরি হয়। আর সেই সুযোগে চম্পট দেন সকলেই। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার শশাঙ্ক সিংহ জানান, এই নিয়ে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।