অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ছবি টুইটার।
এটিএম ভেঙে ৮ লক্ষ টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি রাজস্থানের অজমেঢ় এলাকার। লুটের ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ওই ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ মুখ ঢেকে এটিএম বুথে ঢোকে ৩ দুষ্কৃতী। তার পর এটিএমটি ভেঙে টাকা লুট করে পালায় তারা। রূপানগড় থানার অন্তর্গত সুরসুরা এলাকায় ব্যাঙ্ক অফ বরোদার এটিএম লুট করা হয়েছে।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।
#WATCH Thieves uprooted ATM machine & looted cash yesterday in Ajmer, Rajasthan
— ANI (@ANI) January 27, 2023
ATM machines looted in Arain & Roopangarh. Rs. 8 Lakhs & Rs. 30 Lakhs were stolen. Robbery method in both cases identical so it could be same gang: Vaibhav Sharma, Additional SP, Rural pic.twitter.com/CszNQ28A91
গত ২৪ জানুয়ারিও আজমেঢ় জেলায় এটিএম লুটের অভিযোগ প্রকাশ্যে আসে। সে বার আরাইন এলাকায় কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এটিএম ভেঙে ৩০ লক্ষেরও বেশি টাকা লুট করে। এই দুই ঘটনার নেপথ্যে একই চক্র রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। সংবাদ সংস্থা এএনআই-কে অতিরিক্ত পুলিশ সুপার বৈভব শর্মা বলেছেন, ‘‘আরাইন ও রূপানগড় এলাকায় এটিএম লুট করা হয়েছে। দুই জায়গায় একই কায়দায় এটিএম লুট করা হয়েছে। হতে পারে একই চক্রের কাজ।’’ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy