Advertisement
২২ নভেম্বর ২০২৪
parliament

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানালেও সংসদ ভবনের উদ্বোধনে মোদীর পাশে ১৭ দল

নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদীকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে ১৯টি বিরোধী দল ওই কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নিলেও প্রধানমন্ত্রী মোদীর পাশে ১৭টি অবিজেপি দল।

Image Of Draupadi Murmu And Narendra Modi.

রবিবার সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানায়নি নরেন্দ্র মোদী সরকার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৩:১৬
Share: Save:

বিরোধী দলগুলির আহ্বানে সাড়া না দিয়ে আগামী রবিবার (২৮ মে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবন উদ্বোধন কর্মসূচিতে যোগ দিতে চলেছে অন্তত ১৭টি অ-বিজেপি দল। এদের মধ্যে কয়েকটি বিজেপির নেতৃত্বাধীন এনডিএর সদস্য। অন্য দলগুলি বিজেপি বা বিরোধী জোট, কোনও শিবিরের সঙ্গেই সরাসরি যুক্ত নয়।

বিজেপি এবং বিরোধী জোটের থেকে ‘সমদূরত্ব’ বজায় রাখা ওড়িশার বিজু জনতা দল, অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস, পঞ্জাবের শিরোমণি অকালি দল নয়া সংসদ ভবন উদ্বোধনে হাজির থাকার কথা জানিয়ে দিয়েছে। আগামী বছরের লোকসভা ভোটের আগে নবীন পট্টনায়ক, জগন্মোহন রেড্ডি, সুখবীর বাদলদের এই সিদ্ধান্ত নিশ্চিত ভাবেই স্বস্তি দেবে বিজেপিকে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল এনপিপি-ও রবিবার প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছেন ইতিমধ্যেই।

আনুষ্ঠানিক ভাবে এনডিএর সদস্য না হলেও অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের মতো প্রধান বিরোধী দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)-ও যোগ দিচ্ছে মোদীর কর্মসূচিতে। ২০১৯-এর লোকসভা ভোটের আগে ‘বিরোধী ঐক্য’ গড়তে সক্রিয় টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ড়ুর এই পদক্ষেপ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না করলেও মোদী মন্ত্রিসভার প্রয়াত সদস্য রামবিলাস পাসোয়ানের সাংসদ-পুত্র চিরাগকেও রবিবার সেন্ট্রাল ভিস্তায় দেখা যেতে পারে।

বিজেপির সহযোগী দলগুলির মধ্যে তিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী— পশুপতি পারসের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি, রামদার অঠওয়ালের আরপিআইএ, অনুপ্রিয়া পটেলের আপনা দল (এস) থাকবে সংসদের উদ্বোধনে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা, হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার জেজেপি, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী পলানীস্বামীর এডিএমকে, ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর আজসুও থাকবে। সেই সঙ্গে তামিল মনিলা কংগ্রেস, আইএমকেএমকর মতো আঞ্চলিক দলও। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাংয়ের সিকিম ক্রান্তিকারি মোর্চা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিয়ু রিওর এনডিপিপি, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার মিজো ন্যাশনাল ফ্রন্টকেও নয়া সংসদ ভবনের উদ্বোধনে দেখা যাবে রবিবার। থাকবে নাগাল্যান্ড পিপলস পার্টিও।

প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে সোমবার প্রথম অভিযোগ তুলেছিলেন, আগামী রবিবার মোদী নতুন যে সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন, সেই কর্মসূচিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণই জানানো হয়নি। বুধবার সেই অভিযোগ তুলে প্রথম রাজনৈতিক দল হিসাবে নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কটের কথা ঘোষণা করেছিল তৃণমূল। এখনও পর্যন্ত বয়কটের সেই তালিকায় শামিল হয়েছে ১৯টি বিরোধী দল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy