ফের অখণ্ড ভারতের পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-প্রধান মোহন ভগবত। শনিবার মধ্যপ্রদেশের গ্বালিয়রে একটি অনুষ্ঠানে বক্তৃতায় সঙ্ঘপ্রধান বলেন, হিন্দু ছাড়া ভারত হতে পারে না এবং ভারত ছাড়া হিন্দু হতে পারে না।
মধ্যপ্রদেশের গ্বালিয়রের জিয়াজি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে মোহন ভগবত বলেন, ‘‘আপনারা দেখতে পাচ্ছেন ক্রমশ হিন্দুদের সংখ্যা এবং শক্তি কমছে। হিন্দুদের যদি হিন্দুত্ব বজায় রাখতে হয় তবে ভারতকে ‘অখণ্ড’ রাখতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘ইতিহাস সাক্ষী, হিন্দুরা যখনই তাদের নিজের ‘পরিচয়’ ভুলে গিয়েছে তখনই তারা সংকটের মুখোমুখি হয়েছে। আবার হিন্দুদের পুনরুজ্জীবন ঘটছে এবং বিশ্বব্যাপী ভারতের প্রতিপত্তি বাড়ছে। বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে।’’
#WATCH | "You will see that the number & strength of Hindus have decreased...or the emotion of Hindutva has decreased....If Hindus want to stay as Hindu then Bharat needs to become 'Akand'," says RSS chief Mohan Bhagwat while addressing an event in Gwalior, MP pic.twitter.com/hkjkB5xMz1
— ANI (@ANI) November 27, 2021
দেশ ভাগ প্রসঙ্গেও এ দিন সরসঙ্ঘচালক বলেন, ‘‘ ভারত ভেঙে পাকিস্তান হয়েছে। এটা হয়েছে কারণ, আমরা ভুলে গিয়েছি আমরা হিন্দু। মুসলিমরাও সেখানে তা ভুলে গিয়েছে। প্রথমে হিন্দুদের শক্তি কমেছে। তার পর তাদের সংখ্যা কমেছে। যে কারণে পাকিস্তান ভারতের সঙ্গে আর নেই।’’
এর আগে নয়ডায় একটি বই প্রকাশ অনুষ্ঠানেও তিনি দেশে প্রসঙ্গ এনে বলেন, ‘‘দেশ ভাগের সময় ভারত একটি বড় ধাক্কা দেখেছিল। সেই ধাক্কা ভুলে যাওযার মতো নয়। এর পুনরাবৃত্তি আর হবে না।’’