যোগী আদিত্যনাথ। —ফাইল ছবি।
অতিরিক্ত আত্মবিশ্বাসের পাশাপাশি দলীয় কর্মীদের গুরুত্ব না দেওয়া উত্তরপ্রদেশে খারাপ ফলের অন্যতম কারণ বলে মনে করছে বিজেপি। তাই ভবিষ্যতে দলীয় কর্মীদের ইচ্ছা-অনিচ্ছাকে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশ রাজ্য বিজেপি নেতৃত্ব।
উত্তরপ্রদেশে দলের খারাপ ফলের কারণ খুঁজতে গত কাল যোগী আদিত্যনাথের উপস্থিতিতে বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। আলোচনায় উঠে আসে, দলের হারের অন্যতম কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস। দ্বিতীয় প্রধান কারণ হিসেবে উঠে আসে কর্মীদের বসে যাওয়া। চলতি নির্বাচনে পুরনো কর্মীদের একটি বড় অংশ দলের প্রতি বিভিন্ন কারণে ক্ষোভের জেরে বসে পড়েছিলেন। যার ফলে বিভিন্ন কেন্দ্রে প্রচার ও ভোটের স্লিপ দেওয়ার লোকও খুঁজে পাওয়া যায়নি।
কর্মীদের ক্ষোভের কথা মাথায় রেখেই এখন ‘কর্মী প্রথম’ কর্মসূচি হাতে নেওয়ার কথা ভাবছে দল। গত কালের বৈঠকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বলেন, “কর্মীদের নানা বিষয়ে ক্ষোভ রয়েছে। দলীয় শীর্ষ নেতৃত্ব সে সব সমস্যা নিরসনে আন্তরিক। বিজেপির মতো ক্যাডারভিত্তিক দলে কর্মীরাই দলের সম্পদ। তাই কর্মীদের যে সমস্যা রয়েছে, তা একেবারে নিচুতলা থেকে সমাধানে তৎপর হবে দল।” বিজেপি নেতৃত্ব ভাল করেই বুঝতে পারছেন, কর্মীরা যদি ক্ষুব্ধ থাকেন, দলের পক্ষে ভাল ফল করা সম্ভব নয়। রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। টানা তৃতীয় বার বিধানসভায় জিতে আগামী দিনে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর দাবিদার হয়ে উঠতে মরিয়া যোগী। সেই লক্ষ্যপূরণে সবার আগে ক্ষুব্ধ কর্মীদের পাশে টানার চেষ্টা শুরু করল দল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy