Advertisement
২৪ নভেম্বর ২০২৪
Bengaluru

এই নতুন মসজিদ কি নরেন্দ্র মোদীর নামে! কী বললেন ইমাম?

৮৪৯ সালে নাগাদ তাস্কের মিলিটারি অ্যান্ড সিভিল স্টেশন নামে পরিচিত ছিল তাস্কের টাউন।

এই মসজিদটিকেই মোদীর নামে চালানোর চেষ্টা হয়। ছবি; টুইটার থেকে সংগৃহীত।

এই মসজিদটিকেই মোদীর নামে চালানোর চেষ্টা হয়। ছবি; টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২৩ জুন ২০১৯ ১৫:৩২
Share: Save:

নরেন্দ্র মোদীর পদবির সঙ্গে নতুন তৈরি হওয়া একটি মসজিদের নামের মিল। তাতেই সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াতে শুরু করেছিলেন কিছু গেরুয়া সমর্থক। দ্বিতীয় বার মোদী ক্ষমতায় আসার পর তাঁর নামে ওই মসজিদটি উদ্বোধন করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছিলেন। কিন্তু বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু হতেই সামনে এল আসল তথ্য। জানা গেল, ‘গ্র্যান্ড মোদী মসজিদ’ আসলে ১৭০ বছর পুরনো। পুরনো ইমারত ভেঙে নতুন করে সেটি তৈরি হয়েছে, যার সঙ্গে প্রধানমন্ত্রীর কোনও সংযোগ নেই।

পূর্ব বেঙ্গালুরুর তাস্কের টাউনে ওই মসজিদটি অবস্থিত। দ্বিতীয় বার ভোটে জেতার পর নরেন্দ্র মোদীর নামে সেটি উদ্বোধন করা হয়েছে বলে সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দাবি করতে শুরু করেন একাধিক বিজেপি সমর্থক। বিষয়টি চোখে পড়তেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে ওই মসজিদের ইমামের সঙ্গে যোগাযোগ করা হয়। তাতেই আসল তথ্য সামনে আসে।

গত দুই দশক ধরে ‘গ্র্যান্ড মোদী মসজিদ’-এর ইমাম গোলাম রাব্বানি। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘‘এই মসজিদ ১৭০ বছর পুরনো। আর প্রধানমন্ত্রীর বয়স ৬৯ বছর। তাঁর সঙ্গে এই মসজিদের কোনও সংযোগ নেই।’’ তাস্কের টাউনের ওই মসজিদটি ছাড়াও পূর্ব বেঙ্গালুরুর আরও দু’টি মসজিদ ‘মোদী মসজিদ’ নামে পরিচিত বলেও জানান তিনি।

আরও পড়ুন: ‘ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে’, মার্কিন রিপোর্ট খারিজ করল ভারত

‘মোদী মসজিদ’ কমিটির সদস্য আসিফ মাকেরি ইতিহাস উদ্ধৃত করে বলেন, ১৮৪৯ সালে নাগাদ তাস্কের মিলিটারি অ্যান্ড সিভিল স্টেশন নামে পরিচিত ছিল তাস্কের টাউন। সেইসময় সেখানে মোদী আবদুল গফুর নামে এক ধনী ব্যবসায়ী ছিলেন। ১৮৪৯ সালে তিনি-ই মসজিদটি তৈরি করেন। পরবর্তীকালে মোদী আবদুল গফুরের পরিবার বেঙ্গালুরুতে আরও কয়েকটি মসজিদ তৈরি করে। এমনকি ট্যানারি রোড এলকার একটি রাস্তার নামও মোদী রোড রাখা হয়।

তিনি আরও জানান, শতাব্দী প্রাচীন ওই মসজিদটি জরাজীর্ণ হয়ে গেলে, ২০১৫ সালে সেটি ভেঙে ফেলা হয়। তার পর ওই জায়গাতেই নতুন ইমারত গড়ে তোলার কাজ শুরু হয়। নির্মাণকাজ শেষ হলে গত মাসে খুলে দেওয়া হয় নয়া মসজিদ। ঠিক যে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন।

আরও পড়ুন: দিল্লিতে মহিলা সাংবাদিককে ধাওয়া করে পর পর গুলি, ফের প্রশ্নে রাজধানীর নিরাপত্তা​

৩০ হাজার বর্গফুট এলাকা জুড়ে নতুন ভাবে মসজিদটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মসজিদের স্থপতি হাসিবুর রহমান। সেখানে মহিলাদের নমাজ পড়ার আলাদা ব্যবস্থা রয়েছে। ওয়াকফ বোর্ডের অধীনেই রয়েছে মসজিদটি।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

অন্য বিষয়গুলি:

Bengaluru Modi Mosque Narendra Modi BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy