অংশীদারির মাধ্যমে পরিচালিত সংস্থায় লগ্নি করা সম্পত্তি বা অর্থ সংস্থার সম্পত্তি হিসেবে গণ্য হবে বলে রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও অংশীদার বা তাঁর উত্তরাধিকারীদের সেই সম্পত্তির উপরে সার্বিক অধিকার থাকবে না।
বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ জানিয়েছে, কেবল লভ্যাংশের উপরে অংশীদার বা তাঁর উত্তরাধিকারীদের সার্বিক অধিকার রয়েছে। সংশ্লিষ্ট মামলায় একটি হোটেলের জন্য জমি ও ভবন কিনেছিলেন এক অংশীদার। পরে সেই সম্পত্তির মালিকানা চান তাঁর উত্তরাধিকারীরা। অংশীদারি সংস্থা ও তার অংশীদারেরা জমির মালিকানা দাবি করে পাল্টা আবেদন জানান।
নিম্ন আদালত ও হাই কোর্টে হেরে সুপ্রিম কোর্টে আপিল করেন মৃত অংশীদারের উত্তরাধিকারীরা। শীর্ষ কোর্ট হাই কোর্টের রায় মেনে নিয়েছে। কোর্টের মতে, মৃত অংশীদার যে হোটেলের জন্যই ওই জমি কিনেছিলেন তা স্পষ্ট। বেঞ্চের মতে, এ ক্ষেত্রে ওই সম্পত্তি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্যআনুষ্ঠানিক নথিরও প্রয়োজন নেই। সংবাদ সংস্থা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)