ব্যাঙ্কক থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়া বিমানে যাত্রীদের মধ্যে বচসা। ছবি: টুইটার।
অবশেষে প্রকাশ্যে এল ব্যাঙ্কক থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়া বিমানে যাত্রীদের মধ্যে বচসার কারণ। সংবাদ সংস্থা এনডিটিভি জানাচ্ছে, ঘটনাটি গত ২৬ ডিসেম্বরের। বিমানকর্মীদের নির্দেশ অমান্য করাকে কেন্দ্র করে মাঝ আকাশে বচসার সূত্রপাত।
বিমান সংস্থা ‘থাইস্মাইল এয়ারওয়ে’-র তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে, তাইল্যান্ড থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার সময় বিমানকর্মীরা যাত্রীদের কিছু নিয়ম মানতে বলেছিলেন। যাত্রীদের বলা হয়েছিল, বিমান মাটি ছাড়ার সময় আসন সোজা করে বসতে। কিন্তু এক যাত্রী তা করতে অসম্মত হন।
ওই যাত্রী জানান, তাঁর পিঠে ব্যথা, তাই তিনি আসন সোজা করে বসতে পারবেন না। কিন্তু বিমানের নিয়ম অনুযায়ী, প্রত্যেক যাত্রীকেই বিমান ওড়ার সময় আসন সোজা করে নিতে হবে। বিমানকর্মীরা ওই যাত্রীকে বারবার নিয়ম মানতে অনুরোধ করেন। কিন্তু তিনি কোনও ভাবেই কথা শোনেননি বলে অভিযোগ। এর পরেই অন্য যাত্রীদের সঙ্গে তাঁর বচসা বেঁধে যায়। এক যাত্রী এগিয়ে যান তাঁর দিকে। শুরু হয় হাতাহাতি। বিমানকর্মীরা বচসা থামাতে উদ্যোগী হন। অবশেষে বিমানচালক এসে ঝামেলা মেটাতে সক্ষম হন।
গোটা ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তা নিয়ে চর্চাও চলেছে বিস্তর। ভিডিয়োটির সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। অবশেষে জানা গেল বিমানে সেই গোলমালের আসল কারণ।
Not many smiles on this @ThaiSmileAirway flight at all !
— VT-VLO (@Vinamralongani) December 28, 2022
On a serious note, an aircraft is possibly the worst place ever to get into an altercation with someone.
Hope these nincompoops were arrested on arrival and dealt with by the authorities.#AvGeek pic.twitter.com/XCglmjtc9l
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy