Advertisement
২২ নভেম্বর ২০২৪
Kerala High Court

Dowry: বিয়েতে মেয়েকে বাবা-মায়ের উপহার দেওয়া গয়না পণ নয়, জানাল কেরল হাই কোর্ট

কোল্লাম জেলার পণ প্রতিরোধী আধিকারিক কনের বাবা-মায়ের উপহার দেওয়া গয়না ফেরতের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশের বিরুদ্ধে দায়ের হয় মামলা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
কোচি শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৪:১৬
Share: Save:

বিয়ের সময় কনেকে তাঁর বাবা-মায়ের দেওয়া উপহার 'পণ' হিসাবে বিবেচিত হবে না। সম্প্রতি এ কথা জানিয়েছে কেরল হাই কোর্ট। কেরলের কোল্লাম জেলার পণ প্রতিরোধী আধিকারিক কনের বাবা-মায়ের উপহার দেওয়া গয়না ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ বিরুদ্ধে থুরিয়ুরের এক ব্যক্তি কেরল হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার প্রেক্ষিতেই পণের ব্যাপারে এ কথা জানিয়েছে আদালত।

আইন অনুসারে, বিয়ের সময় মেয়েকে নিজের ইচ্ছায় বাবা-মায়ের দেওয়া গয়না পণের অধীনে পড়ে না। আবেদনকারীর দাবি ছিল, পণ প্রতিরোধী অফিসারের এ রকম নির্দেশ দেওয়ার কোনও অধিকার নেই। এর পরই বিচারপতি এমআর অনিতা ওই অফিসারকে এ বিষয়ে প্রশ্ন করেন, কী করে তিনি নিশ্চিত হলেন যে সেই গয়না কনের বাবা-মা নিজের ইচ্ছায় উপহার দিয়েছেন নাকি পণ হিসেবে দিয়েছেন?

আবদেনকারী জানিয়েছিলেন, বিয়ের সময় তাঁর স্ত্রীকে শ্বশুর-শাশুড়ি সোনার গয়না দিয়েছিলেন। পরে তা একটি ব্যাঙ্কের লকারে রাখা হয়েছে। ওই ব্যক্তির স্ত্রীও একই কথা জানিয়েছিলেন আদালতে। এর পরই এই নির্দেশ দেন বিচারপতি।

অন্য বিষয়গুলি:

Kerala High Court dowry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy