পাকিস্তানে ‘হ্যান্ডলার’দের সঙ্গে যোগাযোগ রাখার জন্য ‘মোবাইল পেড অ্যাপ্লিকেশন’ ব্যবহার করছে জঙ্গিরা। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সূত্রে এমনই দাবি করা হচ্ছে। পহেলগাঁও হামলার তদন্ত করছে এনআইএ-র ছয় সদস্যের একটি দল। দু’জন ফরেন্সিক বিশেষজ্ঞ, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ।
সূত্রের খবর, তদন্তকারী দলটি বৈসরনে হামলার টুকরো টুকরো তথ্য সংগ্রহ করে সেগুলি একত্রিত করছেন। কোথা দিয়ে জঙ্গিরা বৈসরন ইকো পার্কে ঢুকেছিল, হামলার পর কোথা দিয়ে বেরিয়ে গিয়েছে, সব কিছু ভিডিয়োগ্রাফি করা হচ্ছে। এ ছাড়াও বৈসরনের সব দোকানদার, ৪৫ জনের বেশি ট্টাটুঘোড়া চালককে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী দল। সূত্রের খবর, তদন্তকারীদের সন্দেহ, জঙ্গিরা পাকিস্তানে ‘হ্যান্ডলার’-দের সঙ্গে যোগাযোগ করতে বিশেষ ধরনের মোবাইল অ্যাপ ব্যবহার করছে।
সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই কাশ্মীরি জঙ্গিদের ‘হ্যান্ডলার’ হিসাবে ব্যবহার করছে। পহেলগাঁও হামলায় স্থানীয় জঙ্গি আদিল ঠোকরের নাম প্রকাশ্যে আসায় তদন্তকারীদের অনুমান, আরও অনেকে ‘হ্যান্ডলার’ হিসাবে কাজ করছে। আর তাদেরকেই এ বার খুঁজে খুঁজে বার করার কাজ শুরু হয়েছে। তদন্তকারী সূত্রে খবর, ছ’মাস আগে আদিলকে দক্ষিণ কাশ্মীরে বেশ কয়েক বার দেখা গিয়েছিল। পরে সে পাকিস্তানে চলে যায়। আর এই ঘটনা থেকেই তদন্তকারীদের সন্দেহ, পহেলগাঁও হামলায় স্থানীয়দের একাংশের সহযোগিতা ছিল।
এনআইএ সূত্রে খবর, ২০, ২১ এবং ২২ এপ্রিলের প্রতিটি মুহূর্তের তদন্ত করা হচ্ছে। দক্ষিণ কাশ্মীরের বেশ কয়েক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা এবং পুলিশ। হামলায় নিহতদের পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তুজ ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। সূত্রের খবর, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন জঙ্গি হামলা চালিয়েছিল। দু’জন মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেছিল। আর তৃতীয় জন বাইরে যাওয়ার গেট দিয়ে ঢুকেছিল। তাদের মধ্যে দুই জঙ্গির পরনে ট্র্যাকসুট ছিল। তৃতীয় জন কাশ্মীরি ঢিলেঢালা পোশাক পরে এসেছিল।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
১৮:৩৪
তেরঙা পতাকায় মোড়া কফিনবন্দি দেহ, হরিয়ানার বাড়িতে শেষ বার ফিরলেন ল্যান্সনায়েক মনোজ -
১৬:০৩
বিপদের ‘বন্ধু’র সঙ্গেই বিশ্বাসঘাতকতা! ভারতীয় সরঞ্জামে ফৌজি ড্রোন বানিয়ে পাক সেনাকে সরবরাহ তুরস্কের? -
১৩:৪৭
‘সিঁদুর’ অভিযানের বার্তা দিতে দেশে দেশে ঘুরবে সর্বদলীয় প্রতিনিধিদল, নেতৃত্বে কারা? সাত নাম প্রকাশ করল কেন্দ্র -
১৩:৩৬
ভারত-পাক সম্পর্কের মেরামতিতে আমেরিকার সঙ্গে কাজ করছি আমরাও! এ বার দাবি ব্রিটেনের -
১২:৫৮
পাকিস্তানের চাপ বাড়িয়ে এ বার চন্দ্রভাগার খাল সম্প্রসারণ করতে চলেছে ভারত! সিন্ধুচুক্তি স্থগিতের পর নতুন ‘অভিযান’