ইঞ্জিনিয়ারিং ছেড়ে ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু সেই ব্যবসায় লোকসান হওয়ায় বেঙ্গালুরুতে ১৩ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তথ্যপ্রযুক্তি কর্মী। মৃতের নাম ময়ঙ্ক রজনী। তিনি লখনউয়ের বাসিন্দা। বাড়ির কাছেই একটি সফ্টঅয়্যার সংস্থায় কাজ করতেন ময়ঙ্ক। কিন্তু ২০১৮ সালে বেঙ্গালুরুতে চলে আসে তিনি।
পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুতে কিছু দিন থাকার পর ব্যবসা শুরু করেন। কিন্তু সেই ব্যবসার শুরুতেই ধাক্কা খান ময়ঙ্ক। সেখানেই একটি ফ্ল্যাটে তাঁর প্রেমিকার সঙ্গে থাকতেন। ময়ঙ্কের প্রেমিকাও এক জন সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার। পরিবার সূত্রে খবর, ব্যবসায় লোকসান হওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ময়ঙ্ক। গত ৪ মার্চ তাঁর পরিবারের কাছে ময়ঙ্কের মৃত্যুর খবর পৌঁছোয়।
ওই দিন আবাসনের নাচ থেকে ময়ঙ্কের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ঘটনার রাতে ফ্ল্যাটেই ছিলেন ময়ঙ্কের প্রেমিকা। তিনি ঘুমোচ্ছিলেন বলে পুলিশের কাছে দাবি করেন। তখনই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করছেন ময়ঙ্কের প্রেমিকা। তবে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।