ক্লাস চলাকালীন কথা বলেছিল পঞ্চম শ্রেণির পড়ুয়া। তার জেরে ওই পড়ুয়াকে বেত দিয়ে মারার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় পড়ুয়ার অভিভাবক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের একটি স্কুলে।
পড়ুয়ার বাবার অভিযোগ, তাঁর সন্তানকে বেত দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে। হাতে, পিঠে এবং কোমরে চোট পেয়েছে সে। এই ঘটনার পরই শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকেরা ক্ষোভ উগরে দেন। শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবি জোরালো হতে শুরু করে।
আরও পড়ুন:
যদিও শিক্ষকের পাল্টা দাবি, ক্লাস চলাকালীন কথা বলছিল পড়ুয়া। তাকে সতর্কও করা হয়েছিল। তবে তাঁর বিরুদ্ধে যে ভাবে মারধরের অভিযোগ তোলা হয়েছে, তা পুরোপুরি সত্যি নয়। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশও ঘটনাটির তদন্ত শুরু করেছে।
অভিভাবকদের একাংশে দাবি, এর আগেও পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠেছিল শিক্ষকের বিরুদ্ধে। আবারও অভিযোগ ওঠায় শিক্ষককে সরানোর দাবি তুলেছেন অভিভাবকেরা।