Advertisement
০২ নভেম্বর ২০২৪
Kuldeep Singh Sengar

সেঙ্গারের মতোই তিনিও ষড়যন্ত্রের শিকার, ছাত্রী অপহরণ কাণ্ডে মন্তব্য চিন্ময়ানন্দের

অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্বামী চিন্ময়ানন্দ। পাল্টা ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন তিনি।

স্বামী চিন্ময়ানন্দ। —ফাইল চিত্র।

স্বামী চিন্ময়ানন্দ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শাহজাহানপুর শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৯ ১৭:৫৩
Share: Save:

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে আইনের ছাত্রীকে অপহরণ ও যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। চরম বিতর্কের মুখে পড়ে এ বার মুখ খুললেন চিন্ময়ানন্দ। তাঁর দাবি, কুলদীপ সেঙ্গারের মতোই তিনিও ষড়যন্ত্রের শিকার। ‘নিখোঁজ’ হওয়া ছাত্রীও এই ষড়যন্ত্রের অন্যতম চক্রী বলে অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা।

উত্তরপ্রদেশের উন্নাও গণধর্ষণ কাণ্ড নিয়ে দেশ জুড়ে তোলপা়ড় হয়েছিল। গণধর্ষণের অভিযোগের পাশাপাশি ঘটনার মূল অভিযুক্ত উন্নাওয়ের বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার অভিযোগও উঠেছে। এর মধ্যেই এসএস ল’কলেজের ওই ছাত্রীর অপহরণের ঘটনা যেন আগুনে ঘি ঢেলেছে। অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্বামী চিন্ময়ানন্দ। পাল্টা ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন তিনি। চিন্ময়ানন্দ বলেন, ‘‘এর আগে কুলদীপ সেঙ্গারকে ফাঁসানো হয়েছে। এ বার আমাকে নিশানা করা হচ্ছে। ’’ প্রাক্তন মন্ত্রীর আরও দাবি, অভিযোগকারিণী ছাড়াও এই ষড়যন্ত্রে আরও চার জন যুবক জড়িয়ে রয়েছে। তাঁরা ব্ল্যাকমেল করার চেষ্টা করছে বলেও অভিযোগ তাঁর।

প্রথমে সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট। তার পরই ‘নিখোঁজ’ ছাত্রী। এই ঘটনা নেহাতই কাকতালীয় নাকি এর পিছনে রয়েছে ভিন্ন কারণ? তা নিয়ে জেলাশাসকের থেকে রিপোর্ট চেয়েছে উত্তরপ্রদেশ মহিলা কমিশন। উত্তরপ্রদেশ মহিলা কমিশনের প্রধান বিমলা ব্যাথাম বলেন, ‘‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। জেলাশাসকের থেকে রিপোর্টও তলব করেছি। ছাত্রীটির নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে চাই।’’ এই ঘটনা নিয়ে যোগী সরকারকে বিঁধেছেন প্রিয়ঙ্কা বঢরা। ‘উন্নাওয়ের পুনরাবৃত্তি’ বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস নেত্রী। টুইটে তিনি লিখেছেন, ‘উত্তরপ্রদেশে বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও মহিলা অভিযোগ দা।ের করলে তাঁর নিরাপত্তা নিশ্চিত নয়। ’

আরও পড়ুন: ইমরানকে আগে পাক অধিকৃত কাশ্মীর বাঁচাতে বললেন বেনজির-পুত্র​

গত শনিবার সোশ্যাল মিডিয়ায় এক তরুণীর পোস্ট করা একটি ভিডিয়ো ঘিরেই বিতর্কের সূত্রপাত। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা, স্থানীয় ‘এসএস ল’কলেজ’-এ স্নাতকোত্তর স্তরের ওই ছাত্রী, সন্ন্যাসী মহলে ওঠাবসা রয়েছে এমন এক ব্যক্তির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তোলেন। ওই ব্যক্তি একাধিক মহিলার ‘সর্বনাশ’ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছেও বলে ভিডিয়োয় জানান তিনি। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাহায্যও চান তিনি। এর পর ‘নিখোঁজ’ হয়ে যান ওই তরুণী। এই ঘটনায় স্বামী চিন্ময়ানন্দের দিকেই আঙুল তুলছে মেয়েটির পরিবার। অভিযোগ, লোক লাগিয়ে তিনি মেয়েটিকে অপহরণ করেছেন। তাঁর বিরুদ্ধে অপহরণ-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: সীতারাম ইয়েচুরিকে কাশ্মীরে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট​

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE