প্রতীকী ছবি।
কোভিড সংক্রমণের প্রেক্ষিতে ভারতে আসা ও ভারত থেকে যাওয়ার যাত্রিবাহী সব আন্তর্জাতিক উড়ান আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হল। এ ব্যাপারে আগে যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল তার মেয়াদ বাড়িয়ে দিল অসামরিক বিমান পরিবহণের ডাইরেক্টরেট জেনারেল (ডিজিসিএ)।
ডিজিসিএ বৃহস্পতিবার একটি সার্কুলারে জানিয়েছে, ভারতে আসা ও ভারত থেকে যাওয়ার নির্ধারিত যাত্রিবাহী সব আন্তর্জাতিক উড়ান এ বছরের শেষ দিন পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে।
তবে এই বিধিনিষেধের আওতায় যে কার্গো বিমানগুলি পড়বে না ডিজিসিএ-র তরফে সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে।
Suspension on scheduled international commercial passenger services to and from India extended till 31st December: Directorate General of Civil Aviation (DGCA) pic.twitter.com/SPT68cxkRX
— ANI (@ANI) November 26, 2020
আরও পড়ুন: লাইভ: রেল-পথ অবরোধ, বারাসতে বন্ধ সমর্থকদের পুলিশের লাঠি
আরও পড়ুন: মারাদোনা নেই, দুর্দান্ত-বিতর্কিত-ঘটনাবহুল অধ্যায়ের শেষ
সংক্রমণ ভয়াবহ আকার নেওয়ায় গত মার্চ থেকেই ভারতে আসা ও ভারত থেকে যাওয়ার সব যাত্রিবাহী আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেয় ডিজিসিএ।
ডিজিসিএ-র তরফে অবশ্য এও জানানো হয়েছে, এই সময় খুব প্রয়োজনে সামান্য কয়েকটি রুটে বাছাই করা কয়েকটি আন্তর্জাতিক উড়ান চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy