ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে নতুন করে কোনও মামলা গ্রহণ করতে নারাজ সুপ্রিম কোর্ট। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, জম্মু-কাশ্মীরের বিধায়ক অর্জন সিংহ রাজু-সহ ১১ জন মামলাকারী ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানিয়ে দিয়েছে, আর কোনও মামলা গ্রহণ করা হবে না। তবে মামলাকারীরা এই মামলা প্রত্যাহার করে মূল মামলায় অংশগ্রহণকারী হিসেবে আর্জি জানাতে পারেন।
প্রধান বিচারপতির বক্তব্য, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে পাঁচটি মামলা শোনার সিদ্ধান্ত নিয়েছে। তার বাইরে অতিরিক্ত কিছু বলার থাকলে নতুন মামলাকারীরা মূল মামলায় হস্তক্ষেপ করতে পারেন। কারণ বহু মামলাতেই একই কথা বলা হয়েছে।
গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইনের কিছু ধারা নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় সরকার নিজেই সেই সব ধারা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে সংখ্যালঘু মন্ত্রক ওয়াকফ সংশোধনী আইনের পক্ষে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে। আগামী ৫ মে ফের এই মামলার শুনানি হওয়ার কথা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)