শুটিংয়ের ফাঁকে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
মুল্লুক মেরে বাঘ সিংহ হাতির ডেরায় কিংবা রুক্ষ কষ্টকর পরিবেশে জীবনধারণের কৌশল করায়ত্ত হলেও থামতেই হবে একজনের কাছে। তিনি রজনী স্যর। রজনীকান্ত। দুঃসাহসী ব্রিটিশ অভিযাত্রী বেয়ার গ্রিলস তাঁর কাছেই হাতে কলমে শিখলেন অন্য কৌশল।
অস্ত্রশস্ত্র নিয়ে তেড়ে আসছে গুন্ডারা। অথচ নির্বিকার আমাদের নায়ক। বরং কায়দা করে চোখে সানগ্লাস আঁটতে ব্যস্ত তিনি। সিনেমার পর্দায় অজস্র বার এ ভাবে ধরা দিয়েছেন দক্ষিণী তারকা রজনীকান্ত। এ বার টেলিভিশনের পর্দাতেও সেই জাদু টেনে আনলেন তিনি। কব্জির উপর দিয়ে ঘুরিয়ে কী ভাবে সানগ্লাস পরতে হয়, বেয়ার গ্রিলসকে হাতে কলমে তা শিখিয়ে ছাড়লেন।
ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানে সঞ্চালক বেয়ার গ্রিলসের পাশে দেখা যাবে রজনীকান্তকে। আগামী ২৩ মার্চ রাত ৮টায় ওই এপিসোডটি সম্প্রচারিত হবে। তার আগে টুইটারে তার এক ঝলক প্রকাশ করেছেন বেয়ার। তাতেই বেয়ারকে কায়দা করে সানগ্লাস পরা শেখানোর দৃশ্য ধরা পড়েছে।
Superstar @Rajinikanth’s relentless positivity and never giving up spirit was so visible in the wild as he embraced every challenge thrown at him. Respect! Watch Into The Wild with @BearGrylls on March 23 at 8:00 pm. @DiscoveryIN #ThalaivaOnDiscovery pic.twitter.com/s9PodYGv05
— Bear Grylls (@BearGrylls) March 9, 2020
টুইটারে এই ভিডিয়ো পোস্ট করেন বেয়ার।
আরও পড়ুন: সিএএ প্রতিবাদীদের ছবির হোর্ডিং সরিয়ে ফেলুন, যোগী সরকারকে নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের
আরও পড়ুন: করোনা মোকাবিলায় রাজ্যে ১৬৩ আইসোলেশন বেড, সীমান্ত থেকে বিমানবন্দরে চলছে নজরদারি
রজনীকান্তকে নিয়ে কর্নাটকের বন্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে এই এপিসোডটি শুট করেছেন বেয়ার। তাতে জঙ্গলের মধ্যে পুকুরে নামা থেকে দড়ি বেয়ে পাহাড়ে ওঠা, এক সঙ্গে সব কিছুই করতে দেখা গিয়েছে দু’জনকে।
এর আগে, বেয়ার গ্রিলসের সঙ্গে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দেখা গিয়েছে। আগামী দিনে অক্ষয় কুমারকেও ওই অনুষ্ঠানে দেখা যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy